জঙ্গি দমন অভিযানে ভারতের বড় সাফল্য, খতম মোস্ট ওয়ান্টেড লস্কর কম্যান্ডার সহ ২ জঙ্গি

জঙ্গি দমন অভিযানে ভারতের বড় সাফল্য, খতম মোস্ট ওয়ান্টেড লস্কর কম্যান্ডার সহ ২ জঙ্গি

নিজস্ব প্রতিবেদন, জঙ্গি দমন অভিযানে বড় সাফল্য ভারতীয় নিরাপত্তা বাহিনীর। বুধবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার হন্দওয়াড়া এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে কমপক্ষে ২ লস্কর-ই-তৈবা জঙ্গি নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন কাশ্মীর পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড লস্কর কম্যান্ডার।

পুলিশ সূত্রে খবর, নাসিরউদ্দিন লোন নামক লস্করের ওই শীর্ষস্থানীয় কম্যান্ডার সাম্প্রতিক কালে সিআরপিএফের ওপর দু’টি হামলার ঘটনার মূল অভিযুক্ত। ই নাসিরউদ্দিনের বিরুদ্ধে ছয় সিআরপিএফ জওয়ানকে হত্যার অভিযোগ রয়েছে। এর মধ্যে ১৮ এপ্রিল সোপোরে নাসিরউদ্দিনের হাতে নিহত হন সিআরপিএফের তিন জওয়ান। এর পর ৪ মে হন্দওয়াড়ায় আর এক হামলায় শহিদ হন আরও তিন সিআরপিএফ জওয়ান।

গোয়েন্দা সূত্রে হান্দওয়াড়ার গানিপোরা ক্রালগুন্দ এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে বুধবার রাতেই গ্রাম এবং সংলগ্ন এলাকা ঘিরে ফেলে সেনার ৩২ রাষ্ট্রীয় রাইফেল এবং সিআরপিএফের টিম। সুযোগ বুঝে জঙ্গিদের গোপন ডেরায় নিকেশ অভিযান শুরু করে সেনাবাহিনী, তাদের উপস্থিতি টের পেয়ে ডেরা থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তারপরে সংঘর্ষ বেঁধে যাওয়ায় ঘটনাস্থলেই খতম হয় লস্কর কম্যান্ডার এবং তার সঙ্গী।

অন্যদিকে, সোপোরে আরেকটি ঘটনায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গি খতম হয়েছে। গতকাল বারামুলা জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয়েছিল ২ জঙ্গি। ওই জঙ্গিরা সোমবার বারামুলাক ক্রি এলাকায় নাকা চেকিংয়ের সময় নিরাপত্তাবাহিনীর ওপর গুলিবর্ষণ করলে ২ সিআরপি জওয়ান ও এক পুলিশকর্মীর মৃত্যু হয়।

Leave a Comment