পিছিয়ে পরা আর্থিক অবস্থা এবং করোনার ভয়াবহতার কথা মাথায় রেখে বেশ কিছু বিধিনিষেধ রেখেই ২০০ যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিলো রেল কতৃপক্ষ, এই সবকটি দূরপাল্লার ট্রেন। এরমধ্যে পূর্বরেলের থাকছে একগুচ্ছ ট্রেন। এই পর্যায় অসংরক্ষিত কামরা রাখা হচ্ছে না এবং আগাম সংরক্ষণ ট্রেন এ চড়ার জন্য বাধ্যতামূলক। দক্ষিণ – পূর্ব এবং পূর্ব রেলের পক্ষ থেকে যথাক্রমে ৯ এবং ৮ জোড়া ট্রেন চালানো হচ্ছে, এরমধ্যে রাজ্যের সাথে যুক্ত দুরন্ত এবং জনশতাব্দী এক্সপ্রেসগুলিও থাকছে।
নিম্নোক্ত ট্রেন গুলো থাকছে রাজ্য থেকে
• হাওড়া – যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস – সপ্তাহে ৫ দিন – দক্ষিণ পূর্ব রেল
• শালিমার – পটনা দুরন্ত এক্সপ্রেস – সপ্তাহে ৩ দিন – দক্ষিণ পূর্ব রেল
• শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস – সপ্তাহে ৩ দিন – পূর্ব রেল
• হাওড়া – ভুবনেশ্বর জনশতাব্দী – প্রত্যহ – দক্ষিণ পূর্ব রেল
• হাওড়া- পটনা জনশতাব্দী – ৬ দিন – পূর্ব মধ্য রেল
• হাওড়া – বারবিল জনশতাব্দী – প্রত্যহ – দক্ষিণ পূর্ব রেল
• শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস – প্রতিদিন- পূর্ব রেল
• অমৃতসর-কলকাতা এক্সপ্রেস – সপ্তাহে দু’দিন – পূর্ব রেল
• হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস – প্রতিদিন – দক্ষিণ মধ্য রেল
• হাওড়া – মুম্বাই মেল – প্রতিদিন – দক্ষিণ পূর্ব রেল
• আমদাবাদ – হাওড়া এক্সপ্রেস – প্রতিদিন- দক্ষিণ পূর্ব রেল
• হাওড়া – নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস – প্রতিদিন – পূর্ব রেল
• হাওড়া – জোধপুর এক্সপ্রেস – প্রতিদিন- পূর্ব রেল
• দিল্লি-আলিপুরদুয়ার মহানন্দা এক্সপ্রেস – প্রত্যহ – উত্তর পূর্ব রেল
ট্রেনে চড়ার নির্দিষ্ট বিধি
• আগাম আসন সংরক্ষণ না থাকলে কোনও যাত্রীকে স্টেশন চত্বরে ঢুকতে দেওয়া হবে না
• আসন ফাঁকা থাকলেও ট্রেনের মাঝপথ থেকে সংরক্ষণ ছাড়া কোনও যাত্রী ট্রেনে উঠতে পারবেন না
• কেবলমাত্র আরএসি টিকিটের যাত্রীদের ফাঁকা আসন বরাদ্দ করা হবে
• ট্রেনে কোনও বিছানা বালিশ দেওয়া হবে না। যাত্রীদেরই বালিশ-বিছানা নিয়ে ট্রেনে চড়তে হবে
• চা-কফি এবং পানীয় জল ছাড়া কোনও খাবার পাওয়া যাবে না ট্রেনে। যাত্রীদের নিজেদের খাবার এবং জল বহন করতে অনুরোধ করছে রেল
• ট্রেনে চড়ার আগে রেলের মেডিক্যাল টিম যাত্রীদের শারীরিক পরীক্ষা করবে, দেহের তাপমাত্রা নির্ধারিত মাপের বেশি হলে সেই যাত্রীকে ট্রেনে চড়তে দেওয়া হবে না।
• যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক ট্রেন যাত্রার সময়। তাঁদের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ থাকা বাঞ্ছনীয়
• ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা আগে স্টেশনে পৌঁছতে হবে যাত্রীদের।