কিছুদিন আগে চীন ও পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় বিভিন্ন ওয়েবসাইট হ্যাক এর তথ্য সামনে এসেছিল। তবে এবার ঠিক উল্টোটাই ঘটলো, পাকিস্তানের প্রথম সারির নিউজ চ্যানেল দা ডন -এ রবিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ চলছিল বিজ্ঞাপন বিরতি, এবং কিছুক্ষণ ছাড়া ছাড়াই ভারতের পতাকা ও স্বাধীনতা দিবসের বার্তা ফুটে উঠছিল স্ক্রিনে।
ঘটনাটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি, প্রচুর পরিমাণে নাগরিক সেটির ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে দেয়। টুইটারে এই ব্যাপারটি একটি ট্রেন্ডিং টপিকে চলে যায়। তবে পাকিস্তানি বিশেষজ্ঞরা ভারতের দিকে আঙুল তুলেছেন, তারা বলেছেন এটাই ভারতীয় হ্যাকারদের কারসাজি।
ঘটনাটি ঘটার পরেই চ্যানেলের আধিকারিকরা নড়েচড়ে বসে এবং গোটা ব্যাপারটি খতিয়ে দেখার প্রতিশ্রুতি দেয়। তারা জানায় গোটা ব্যাপারটা ঘটেছে বিজ্ঞাপন বিরতির সময়, এবং এত বড় মাত্রায় এই ঘটনাটি ঘটার জন্য তারা এই মুহূর্তে তদন্তের নির্দেশ দিয়েছেন।