করোনার তথ্য গোপনের জেরে অনেক দেশই নারাজ চীনের ওপর আর তাই তারা তাদের সংস্থাগুলোকে চীন থেকে সরিয়ে অন্যত্র স্থাপনে আগ্রহী। মার্কিন যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশের বড় বড় সংস্থা যাতে ভারতকে উৎপাদন কেন্দ্র হিসেবে বেছে নিতে পারে তার জন্য বিশাল মাপের জমি চিহ্নিতকরণের কাজ শুরু করা হয়েছে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের মতে গুজরাট ,মহারাষ্ট্র, তামিলনাড়ু ,অন্ধপ্রদেশের মতন রাজ্যগুলোতে এক লক্ষ হেক্টরেরও বেশি জমি চিহ্নিতকরণের কাজ শেষ করা হয়েছে, এখনো পর্যন্ত মোট ৪ লক্ষ ৬১ হাজার হেক্টর জমি চিহ্নিত করা হয়েছে বলে সেই সংবাদমাধ্যম সূত্রে জানা যায়। এছাড়াও বিভিন্ন শিল্পাঞ্চলের অব্যবহৃত জমি কি করে কাজে লাগানো যায় সেই নিয়ে পর্যালোচনা করে দেখা হচ্ছে।
ভারতে বিনিয়োগে প্রত্যেকবারের মতো জমি সমস্যায় যেন কোন সংস্থাকে পড়তে না হয় সেই জন্যই এই ব্যবস্থা বলে মনে করা হচ্ছে। তবে এখনও বাণিজ্য ও শিল্পমন্ত্রক তরফে কোনও মন্তব্য করা হয়নি।
ভারতে বিদেশী বিনিয়োগের দেখভালের দায়িত্বে থাকা ইনভেস্ট ইন্ডিয়া সংস্থার দাবি অনুযায়ী ইতিমধ্যেই জাপান, আমেরিকা ,দক্ষিণ কোরিয়া এবং চীন থেকে একাধিক সংস্থা তাদের সঙ্গে যোগাযোগ করেছে। এই দেশ গুলির সাথে ভারতের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সর্বাধিক।
বিদেশি বিনিয়োগ টানতে রাজ্যগুলোর সাথে আলাদা করে বৈঠকে বসেন কেন্দ্রীয় সরকার এ নিয়ে বিভিন্ন রাজ্য প্রতিনিধিদের সঙ্গে গত ৩০শে এপ্রিল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মুহূর্তে জাপান, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার একাধিক সংস্থার সাথে যোগাযোগ রেখে চলেছে অন্ধপ্রদেশ। বিভিন্ন বিদেশী সংস্থার সাথে কথা বলার পাশাপাশি অনলাইনে জমি বন্টনের সম্ভাব্য উপায় খতিয়ে দেখছে উত্তরপ্রদেশ।