চিনের আধিপত্য কমাতে সাপ্লাই চেন গড়ছে ভারত – জাপান – অস্ট্রেলিয়া
নিজস্ব প্রতিবেদন, এবার বাণিজ্যে চিনের আধিপত্য কমাতে শক্তিশালী সাপ্লাই চেন গড়ার পথে ভারত, জাপান ও অস্ট্রেলিয়া। প্রথম থেকেই চিনের সঙ্গে সম্পর্কে তিক্ততা বেড়ে যাওয়ায় বহু কোম্পানি চিনের মালিকাধীন থেকে সরে এসেছে। করোনা আবহে চিন দক্ষিণ এশিয়ায় আরও বেশি নিজের আধিপত্য ফোলানোর চেষ্টা করছে, যা বেশ উত্তেজনার সৃষ্টি করছে। তাই এবার চিনের প্রাধান্য কমাতে এবার শক্তিশালী সাপ্লাই চেন খুলতে পারে ভারত, জাপান ও অস্ট্রেলিয়া।
জাপান ইতিমধ্যে এ ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। ভারত খুব শীঘ্র তার সিদ্ধান্ত জানাবে। দেখা গিয়েছে, অতিমারীর ফলে বিভিন্ন দেশ ভেন্টিলেটর বা মাস্কের মত অত্যাবশ্যক জিনিসপত্রের জন্যও চিনের মুখাপেক্ষী হয়ে পড়েছে।এরফলে চিন আরও নিজেদের প্রভুত্ব বাড়ানোর চেষ্টা করছে। তাই সেই নির্ভরতা কাটাতে অন্য রাস্তা দেখার কথা উঠেছে। জাপান কিছু সংস্থাকে ভর্তুকি দিচ্ছে যাতে তারা তাদের অফিস জাপান বা দক্ষিণ পূর্ব এশিয়ায় নিয়ে আসে। এখনও পর্যন্ত ৮৭টি সংস্থা এতে যোগ দিয়েছে, এ জন্য খরচ হচ্ছে ২.৩ বিলিয়ন মার্কিন ডলার।
এবার বহু কোম্পানি চিন থেকে বেরিয়ে আসছে। চিনের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্কও দিন দিন খারাপ হতে দেখা যাচ্ছে। ভারতে ইতিমধ্যে বহু চিনা অ্যাপ বর্জন হয়েছে। বহু কমেনি চিনের মালিকাধীন থেকে সরে এসেছে। ভারত, অস্ট্রেলিয়া দুদেশেরই চিনের সঙ্গে সম্পর্কে বিরাট টানাপোড়েন চলছে। আমেরিকার রপ্তানির উপরও চিন প্রভাব ফেলছে। কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ বা কোয়াড নামে একটি গ্রুপ খোলা হয়েছে, যেখানে আমেরিকা, জাপান অস্ট্রেলিয়া আর ভারত নিরাপত্তা সংক্রান্ত আলোচনা করবে।