ডিজিট্যাল স্ট্রাইকের পর এবার চিন থেকে রঙিন টিভি সেটের আমদানিতে বিধিনিষেধ জারি করল ভারত

ডিজিট্যাল স্ট্রাইকের পর এবার চিন থেকে রঙিন টিভি সেটের আমদানিতে বিধিনিষেধ জারি করল ভারত

নিজস্ব প্রতিবেদন, একে একে চিনের সমস্ত জিনিস বয়কটের পথে হাটছে ভারত। প্রথমে ডিজিট্যাল স্ট্রাইক এবার রঙিন টিভি। রঙিন টিভি সেটের আমদানিতে বিধিনিষেধ জারি করল ভারত। দেশিয় প্রযুক্তিতে তৈরি টিভি বিক্রি বাড়াতে এই পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি চিনের মতো বিভিন্ন দেশ থেকে নিত্য প্রয়োজনীয় নয় এমন জিনিসের আমদানি কমানোর লক্ষ্যে এটি একটি তাত্‍‌পর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডের (DGFT)-এর ৩০ জুলাইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “রঙিন টিভির আমদানি নীতিতে সংশোধন করা হয়েছে। ফ্রিতে রঙিন টিভির আমদানি বন্ধ করে তার উপর বিধিনিষেধ জারি করা হয়েছে।”

আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে এটি একটি বড় পদক্ষেপ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ৷ বৃহস্পতিবার ডিরেক্টোরেট জেনারেল ফরেন ট্রেড একটি বিবৃতি জারি করে বলে, ‘রঙিন টিভি আমদানির নীতিতে সংশোধন করা হয়েছে। রঙিন টিভির আমদানি নীতি মুক্ত থেকে সরিয়ে নিষিদ্ধ শ্রেণীতে আনা হয়েছে।’৩৬ ইঞ্চি থেকে ১০৫ ইঞ্চি – সব স্ক্রিনের রঙিন টিভির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই বিধিনিষেধের আওতায় থাকছে ৬৩ সেন্টিমিটারের নীচের এলসিডি টিভিও। কোনও জিনিসের আমদানি বিধিনিষেধের ক্যাটেগরিতে ফেলার অর্থ, সেই জিনিসের আমদানিকারীকে বাণিজ্য মন্ত্রকের DGFT থেকে আমদানির জন্য লাইসেন্স পেতে হবে।

বর্তমানে চীন থেকে প্রচুর পরিমান রঙিন টিভি আমদানি করা হয়। গাল‌ওয়ান সংঘর্ষের পর ডেটা সুরক্ষার কারণ দেখিয়ে ভারত সরকার চীনের ৫৯ টি অ্যাপ নিষিদ্ধ করেছিল। এরপর দুদিন আগেই ভারত আবারও চীনের ৪৭ টি অ্যাপে নিষেধাজ্ঞা জারি করে। এবং আরও ২৫৭ টি চীনের অ্যাপকে নিষিদ্ধ করার প্রস্তুতিও নেওয়া হয়েছে। ভারত সরকারের একের পর এক বিস্ফোরক পদক্ষেপে জোর ঝটকা খাচ্ছে বেজিং তা বলাই বাহুল্য। ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশে সম্পূর্ণ ব‍্যবসা বন্ধে চূড়ান্ত অর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে চীন এবং তার স্বীকার‌ও করেছে তারা।

Leave a Comment