‘বাণিজ্যিক ক্ষেত্রে আমেরিকার আস্থা ভারতের উপর’ জানাচ্ছেন পম্পেও

বিভিন্ন বহুজাতিক সংস্থা, বিশেষ করে ওষুধ প্রস্তুতকারক এবং মোবাইল টেকনোলজির সাথে যুক্ত যেসব সংস্থা এখন চীনকে নিজের ম্যানুফ্যাকচারিং হাব বানিয়ে রেখেছে, তাদের মনোযোগ চীনের দিক থেকে ঘুরিয়ে নিজেদের দিকে করার সামর্থ একমাত্র রয়েছে ভারতের। বিশেষ করে এই করোনা পরিস্থিতিতে বিশ্বের প্রেক্ষাপটে ভারত আরো এগিয়ে এসেছে, এবং আমেরিকাসহ বিভিন্ন দেশের আস্থা অর্জন করতে পেরেছে বলেই ভারতের কাছে এটা সম্ভব বলে মনে করেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেও।

ভারত ও আমেরিকার বিজনেস কাউন্সিলের ভার্চুয়াল সামিট ” ইন্ডিয়া আইডিয়াজ সামিট” -এ উদ্বোধনী ভাষণ দিতে গিয়ে তিনি একথা জানান। মাইক পম্পেও -এর কথায় ” ভারতই পারে ওই বহুজাতিক সংস্থা গুলোর মনোযোগ চীনের থেকে নিজের দিকে ঘুরিয়ে আনতে, কারণ আমেরিকাসহ বিভিন্ন দেশের আস্থা এবং বিশ্বাস ভারত অর্জন করতে পেরেছে”।

বিশেষ করে সাম্প্রতিক যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে চীনা আগ্রাসন নীতি বড়ই নগ্নতার সাথে বিশ্বের সামনে উন্মোচিত হয়েছে। ভারত, তাইওয়ান, হংকং এবং দক্ষিণ চীন সাগরে চীনা কমিউনিস্ট দের আগ্রাসন নীতি যথেষ্ট প্রকাশ্যে, তাই পম্পেও জানান এই সময় ভারত ও আমেরিকার মতো গণতান্ত্রিক দেশগুলির কাঁধে কাঁধ মিলিয়ে চলার সময় এসেছে।

এর সাথে পম্পেও জানান ” ব্যবসা এবং বিনিয়োগের সম্পর্ককে আরও সুদৃঢ় করার জন্য ভারতকে আরও উদার দৃষ্টিভঙ্গির পরিচয় দিতে হবে, ভারতকে আরো সহায়ক পরিবেশ গড়ে তুলতে হবে”।

Leave a Comment