মৈত্রীর বার্তা, ১০টি ডিজেল ইঞ্জিন বাংলাদেশকে

চীনের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক এবং সম্প্রতি পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে কাশ্মীর পরিস্থিতি নিয়ে বাংলাদেশের শেখ হাসিনার ফোনালাপে কিছুটা হলেও চাপে পড়েছে ভারত। দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করতে বাংলাদেশের হাতে ভারত তুলে দিলো ১০ টি ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ ইঞ্জিন।

চীনের আগ্রাসন নীতির কারণে ভারত এমনিতেই চিন্তিত, সম্প্রতি শ্রীলংকা এবং নেপালে চীনের নাক গলানো যথেষ্ট চাপে রেখেছে সাউথ ব্লককে, এর মধ্যে তাই বাংলাদেশকে নিয়ে কোনো সংশয় রাখতে চাইছে না দিল্লী। তবে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক প্রথম থেকেই ভালো এবং বাংলাদেশকে অনেক সাহায্য ভারত করে থাকে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন ” ভারত ও বাংলাদেশের সম্পর্ক দক্ষিণ এশিয়ার আর্থিক সমৃদ্ধি গঠন করতে যথেষ্ট ভূমিকা নেবে। শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে এটাই হবে তার প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধার্ঘ্য”।

বিদেশমন্ত্রকের সূত্রে জানানো হয় অতিমারীর প্রভাবে ভারত-বাংলাদেশের যে স্থল বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কারণেই দ্বিপাক্ষিক রেল সহযোগিতা বাড়ানো হয়েছে। জুন মাসে দু’দেশের মধ্যে রেকর্ড পরিমাণ পণ্যবাহী ট্রেন যাতায়াত করেছে।

বাংলাদেশের বিদেশ মন্ত্রী আব্দুল মোমেন তার বক্তৃতায় ভারতকে ধন্যবাদ জানিয়ে বলেছেন ” আমাদের বিশ্বাস যোগাযোগ ব্যবস্থার উন্নতি আমাদের আরো উৎপাদনের দিকে এগিয়ে নিয়ে যাবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করছেন সড়ক রেল এবং নদীপথে প্রতিবেশীদের সাথে যোগাযোগ বাড়াতে। তবে শক্তিশালী রেল যোগাযোগ ব্যবস্থা দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে”।

Leave a Comment