চিন থেকে উৎপত্তি আরও এক ভয়াবহ ব্যাকটেরিয়ার মুখোমুখি ভারত

চিন থেকে উৎপত্তি আরও এক ভয়াবহ ব্যাকটেরিয়ার মুখোমুখি ভারত

নিজস্ব প্রতিবেদন, গোটা বিশ্ব জুড়ে প্রভাব ফেলেছে অতিমারী করোনা। এই করোনার জেরে বহু মানুষ প্রাণ হারিয়েছে। আতঙ্ক বহুজন। ভারতেও শেষ কয়েকদিনে উল্লেখযোগ্য ভাবে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। তবুও ভ্যাকসিন না আসা পর্যন্ত স্বস্তি নেই। এরই মধ্যে নতুন সংক্রমিত রোগ কপাল ভাঁজ ফেলেছে চিকিৎসা বিশেষজ্ঞদের। যার নাম ব্রুসেলোসিস (Brucellosis)। নয়া ব্যাক্টিরিয়াজনিত এই সংক্রামক রোগটির নাম কেউ কেউ শুনে থাকতে পারেন। কিন্তু, অনেকেরই হয়তো জানা নেই করোনার থেকে অনেক বেশি ভয়ানক ব্রুসেলোসিস।

করোনার উৎস চিন, চিনের উহান শহর থেকেই এই করোনা আক্রান্তের হদিশ মিলেছিল প্রথম। আবার শোনা যাচ্ছে, এই নতুন রজার উৎসস্থলও চিন, বলে জানা যাচ্ছে। উত্তরপশ্চিম চিনে এই নয়া ব্যাক্টিরিয়ার সংক্রমণ ছড়িয়েছে। কয়েক হাজার চিনার টেস্ট রিপোর্ট এরই মধ্যে পজিটিভ এসেছে। তবে চিন্তার বিষয় হল, ভারতেও ইতিমধ্যে এই রোগের ব্যাক্টিরিয়া চুপিসারে ঢুকে পড়েছে। তাই আগেভাগে এই রোগ সামলাতে সঠিক পদক্ষেপ না নিলে যে কি পরিস্থিতির সম্মুখিন হতে হবে তার শিক্ষা কোভিড থেকে নেওয়া গিয়েছে।

তা হলে, আরও এক মহামারীর কি অপেক্ষায় বিশ্ব? বিজ্ঞানীদের আশঙ্কা কিন্তু তেমনই। আর যদি একবার মহামারীর রূপ নেয়, বিজ্ঞানীদের দাবি অনুযায়ী, তা হবে কোভিড-১৯ এর থেকে কয়েক গুণ ভয়ানক। ভারতের কিন্তু হাত-পা গুটিয়ে বসে থাকার উপায় নেই। কারণ, আমাদের দেশে এই নয়া সংক্রামক ব্যাকটিরিয়া ইতিমধ্যে ঢুকে পড়েছে। অযথা ভীতিপ্রদর্শনের জন্য বলা নয়। সত্যি সত্যি ভারতে মাথা গলিয়ে দিয়েছে ব্রুসেলোসিস। গোড়ায় সতর্ক না-হলে পরিণতি কী হতে পারে, কোভিড সে শিক্ষা আমাদের দিয়েছি।

চিনের গানসু প্রদেশের রাজধানী শহর লানজুর জাতীয় স্বাস্থ্য কমিশনের (NHC) রিপোর্ট অনুযায়ী, এ পর্যন্ত ৩,২৪৫ জন ব্রুসেলোসিসে আক্রান্ত হয়েছেন। প্রাথমিক ভাবে পজিটিভ এসেছে আরও ১,৪০১ জনের রিপোর্ট। তবে, সৌভাগ্যবশত চিনে এখনও পর্যন্ত একজনও কেউ এই ব্যাক্টিরিয়ার সংক্রমণে মারা যাননি। তবে শুধু চিন নয় ভারতেও এই নয়া ব্যাক্টিরিয়ার সংক্রমণ এরই মধ্যে ধরা পড়েছে। মানুষের পাশাপাশি পশুদের মধ্যেও এর প্রভাব পড়ে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মানুষ থেকে মানুষে সংক্রমণের সম্ভাবনা অত্যন্ত বিরল। তবে, দূষিত খাবার থেকে শুরু করে ব্যাক্টিরিয়া রয়েছে এমন জায়গায় শ্বাসপ্রশ্বাস– সবতেই সংক্রমণ ছড়াতে পারে। সন্তানকে ব্রেস্টফিডিং এমনকী যৌন সম্পর্ক থেকেও ব্যাক্টিরিয়া ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কেটে-ছড়ে গেলেও সেখান থেকে এই নয়া ব্যাক্টিরিয়ার সংক্রমণ হতে পারে। ব্রুসেলা জেনাসের অন্তর্ভুক্ত একদল ব্যাক্টিরিয়াই ব্রুসেলোসিসের কারণ। মানুষ থেকে পশু– কাউকেই রেয়াত করে না এই ব্যাক্টিরিয়া। আক্রান্ত পশুর ফ্লুইড থেকেই সরাসরি মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে এই ভয়ংকর ব্যাক্টিরিয়া। আনপাস্তুরাইজড ডেয়ারি পণ্য, দূষিত বায়ু থেকেও সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।

Leave a Comment