পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকা এখনো উত্তপ্ত, ভারত এবং চীন সেনার মুখোমুখি সংঘর্ষে চীনের এক কমান্ডিং অফিসার এর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে, ভারতীয় তরফে মৃত্যু হয়েছে ২০ জন সেনার সেখানে চীনের ৪৩ জন সেনা প্রাণ হারিয়েছে বলে জানা গেছে, সেনা সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে আরো চার ভারতীয় সেনার অবস্থা আশংকাজনক।
সোমবার সন্ধ্যার পর থেকেই উত্তপ্ত হওয়া শুরু করে গলওয়ান উপত্যকা। গোলাগুলি না চললেও রড ও লাঠি দিয়ে মারপিট হয় এবং দু’পক্ষেই বহুসংখ্যক হতাহত হয়। ভারতীয় তরফে প্রথমদিকে তিনজনের মৃত্যুর খবর সুনিশ্চিত করা হলেও রাতের দিকে আরো ১৭ জনের মৃত্যুর খবর আসে। সংঘর্ষে গুরুতর জখম অবস্থায় প্রায় জিরো ডিগ্রী তাপমাত্রায় থাকার কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে
মঙ্গলবার সন্ধ্যা নাগাদ চীন প্রতিরক্ষা দপ্তর স্বীকার করে যে তাদের দিক থেকেও সেনা জওয়ান হতাহত হয়েছে তবে তার সংখ্যা কত সেই নিয়ে এখনো কোন উক্তি প্রকাশ করা হয়নি। গলওয়ান অঞ্চলে দু’পক্ষের সেনাদের মধ্যে ঘুসাঘুসি ও পাথর ছোড়া ছুড়ি হয়, শোনা যাচ্ছে চীন সেনা কাটা লাগানো লাঠি দিয়ে আক্রমণ চালায় ভারতীয় সেনাদের ওপর, এরপর ভারতীয় সেনারা জবাব দিলে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে।