এবার ইতালিকে টপকে করোনায় মৃতের সংখ্যায় বিশ্বে পঞ্চম স্থানে এল ভারত
নিজস্ব প্রতিবেদন, রাজ্যজুড়ে বেড়েই চলেছে সংক্রমণের আশঙ্কা।রাজ্যে বাগে আনা যাচ্ছে না সংক্রমণ। রাজ্যের পাশাপাশি দেশে আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ল আবার। এবার ইতালিকে টপকে করোনা মৃতের সংখ্যায় বিশ্বে পঞ্চম স্থানে উঠে এল ভারত। দেশে সংক্রমিতের সংখ্যাতেও নজিরবিহীন বৃদ্ধি হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৭৭৯ জন, নতুন করে ৫৫,০৭৯ জনের করোনা ধরা পড়েছে।
পাশাপাশি গতকাল স্বাস্থ্যভবনের প্রকাশিত বুলেটিন অনুযায়ী শেষ চব্বিশ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনার আক্রান্ত হয়েছে ২৪৩৪ জন। তেমনি এদিন সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা ২১৪০।সব মিলিয়ে ভারতে এখন করোনা আক্রান্ত অন্তত ১৬,৩৮,৮৭১ জন, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। অ্যাকটিভ কেস ৫,৪৫,৩১৮টি, ১০,৫৭,৮০৬ জন সুস্থ হয়ে উঠেছেন। এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৩৫,৭৪৭ জন।
গতকাল শুধু কলকাতাতেই আজ আক্রান্ত হয়েছে ৭৫০ জন। পাশাপাশি রাজ্যে মোট আক্রান্ত ৬৭ হাজার ছাড়ায়। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর জানিয়েছে, গতকাল পর্যন্ত গোটা দেশে ১,৮৮,৩২,৯৭০ জনের করোনা পরীক্ষা হয়েছে, শুধু গতকালই পরীক্ষা হয়েছে ৬,৪২,৫৮৮ জনের। একদিনে ৬ লাখের বেশি নমুনা পরীক্ষা করে ভারত আরও একটি ল্যান্ডমার্ক স্পর্শ করল,স্বাস্থ্য মন্ত্রক ট্যুইট করে এমনই কথা জানান।