ত্রিকোণ জালে ভারত, চীন আর ট্রাম্প

সীমান্তে উত্তেজনা বেশ কয়েকদিন ধরেই চলছে তাঁর উপর চীনা প্রেসিডেন্ট এর সেনা কে নির্দেশ যুদ্ধের জন্য প্রস্তুতির, এই নিয়েই টানাপোড়েনে অতিষ্ট দিল্লী আর এর মধ্যেই ট্রাম্প এর মধ্যস্ততা করার টুইট এই অস্বস্তি আরো বাড়ালো। ট্রাম্প একটি সাংবাদিক বিবৃতিতে আরো জানান যে তিনি ভারতকে পছন্দ করেন এবং এই নিয়ে তিনি মোদির সাথে কথা বলেছেন, চীন কাজটা ঠিক করেনি।

ট্রাম্পের এই মন্তব্যে অস্বস্তিতে সাউথ ব্লক। যদিও এই নিয়ে মুখ খোলেনি বিদেশমন্ত্রক। তবে এই নিয়ে চীন জানিয়েছে যে ঝামেলা যাই থাক সেটা ভারত এবং চীন যৌথভাবে আলোচনার মাধ্যমে সামলাতে সক্ষম। সেখানে কোনো তৃতীয় পক্ষের দরকার নেই।

এমনিতেই বেইজিং এর সাথে দিল্লির সম্পর্ক খুবএকটা ভালো দিকে যাচ্ছে না। সীমান্তে পরিকাঠামো নিয়ে চীনের ভালো নজরে যে ভারত নেই সেটা বলাই বাহুল্য কিন্তু এক্ষেত্রে চীনের আগ্রাসী মনোভাব যথেষ্ট উদ্বেগজনক।
একেই করোনা পরিস্থিতির জেরে তৈরী হওয়া আর্থিক অবস্থা সামলাতে হিমশিম খাচ্ছে গোটা দেশ, এমত অবস্থায় যুদ্ধ পরিস্থিতি কোনো দেশের পক্ষেই সমীচীন নয়, তাঁর মধ্যে ভারতকে বাহুবন্ধনীতে নিয়ে ট্রাম্পের এই বক্তব্য চীনকে যে কিছুটা হলেও অস্বস্তিতে ফেলবে সেটা বলাই বাহুল্য।

Leave a Comment