আজ ভাষণে মোদী হুঁশিয়ারি দিলেও চিনের নাম উল্লেখ না করায় মোদীকে কটাক্ষ কংগ্রেসের

আজ ভাষণে মোদী হুঁশিয়ারি দিলেও চিনের নাম উল্লেখ না করায় মোদীকে কটাক্ষ কংগ্রেসের

নিজস্ব প্রতিবেদন, আজ জাতির উদ্দেশ্যে লালকেল্লা ভাষণে প্রধানমন্ত্রী চীন এবং পাকিস্তানের নাম না করে বলেন, “যারা ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে চেয়েছে, সীমান্তে মোতায়েন সশস্ত্র বাহিনী তাদের উপযুক্ত জবাব দিয়েছে।” স্বাধীনতা দিবসের ভাষণে চীনের নাম সরাসরি উল্লেখ না করায় ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানালো বিরোধী দল কংগ্রেস।

কিন্তু কেন তিনি চিনের নাম মুখে আনলেন না, সেটাই জানতে চেয়েছেন কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা। দিল্লিতে দলের সদর দপ্তরে পতাকা উত্তোলন অনুষ্ঠানের পর সাংবাদিকদের তিনি বলেন, “আমরা সবাই আমাদের সশস্ত্র, আধাসামরিক, পুলিশ বাহিনীকে নিয়েচ গর্বিত। আমরা ১৩০ কোটি ভারতীয়, সব কংগ্রেস কর্মীও ওদের জন্য গর্বিত। যখনই আমাদের ওপর কোনও আক্রমণ হয়েছে, ওরা হামলাকারীদের যোগ্য জবাব দিয়েছে। কিন্তু কেন আমাদের শাসকরা চিনের নাম করতে ভয় পান, সেটাও ভাবা উচিত”।

আজকের অনুষ্ঠানে সরকারের ‘আত্মনির্ভর’ হওয়ার স্লোগান সম্পর্কেও সমালোচনা করে প্রশ্ন তুলেছে কংগ্রেস। সুরজেওয়ালা বলেন, আত্মনির্ভরতার ভিত গড়েছিলেন পন্ডিত জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই পটেল, অন্য স্বাধীনতা সংগ্রামীরা। তার বক্তব্য, এখন যে আত্মনির্ভরতার কথা বলা হচ্ছে, তা সবটাই ভুয়ো।বিরোধী কেন্দ্র ৩২টি রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা বেচে, রেল, বিমানবন্দরগুলিকে বেসরকারি হাতে তুলে দিয়ে, এলআইসি ও ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার ওপর আঘাত করে কী করে দেশের স্বাধীনতা অটুট রাখতে চাইছেন! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে প্রশ্ন তোলেন সুরজেওয়ালা।

Leave a Comment