করোনাকালে ৬ মাসের জন্য ২ কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সুদ দিতে হবে না
নিজস্ব প্রতিবেদন, রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ মেনে, লকডাউনের মধ্যে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ৩ থেকে ৬ মাসের জন্য EMI স্থগিতের সিদ্ধান্ত নেয় একাধিক ব্যাঙ্ক। প্রাথমিকভাবে সাধারণের জন্য এটা স্বস্তির খবর বলে মনে হলেও পরে, অর্থনীতিবিদরা জানান, গাড়ি-বাড়ির ঋণে তিন মাস ইএমআই স্থগিত রাখলে পরে গুণতে হবে বাড়তি সুদ। দিতে হবে বেশ কয়েকটা বাড়তি ইএমআই।
এবার ৩ থেকে ৬ মাসের জন্য ২ কোটি টাকা ঋণের ক্ষেত্রে সুদের বোঝা বহন করবে কেন্দ্রীয় সরকার, শনিবার সুপ্রিম কোর্টে অর্থ মন্ত্রকের তরফে এমনটাই জানানো হল। ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে উপকৃত হবেন, বাড়ি-গাড়ির ঋণ, শিক্ষা ঋণ, ব্যক্তিগত ঋণ গ্রহীতারা। ক্রেডট কার্ডের বিল দেওয়া স্থগিত রেখেছেন যাঁরা, উপকৃত হবেন তাঁরাও।গ্রাহককেও যেমন সুদের ওপর সুদ দিতে হবে না, তেমনই কোনও ক্ষতি হবে না ব্যাঙ্কেরও।
করোনা আবহে গ্রাহকদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুদের ওপর সুদ দিতে হবে না লকডাউনে রিজার্ভ ব্যাঙ্কের মোরাটোরিয়ামের সুযোগ নেওয়া গ্রাহকদের। যদিও ইএমআই স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার কথা জানার পর সুদের ওপর সুদ নেওয়া কতখানি যুক্তিযুক্ত, তা নিয়ে উঠছিল প্রশ্ন। দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়। এরপরই মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে।সেই মামলার প্রেক্ষিতেই এদিন আদালতে হলফনামা দেয় কেন্দ্র। সেখানে বলা হয়েছে, সুদের ওপর সুদ দিতে হবে না লকডাউনে রিজার্ভ ব্যাঙ্কের মোরাটোরিয়ামের সুযোগ নেওয়া গ্রাহকদের। স্বস্তির খবর শুনিয়েছে কেন্দ্র।
প্রাথমিকভাবে সাধারণের জন্য স্বস্তির খবর বলে মনে হলেও পরে, অর্থনীতিবিদরা বলেন, গাড়ি-বাড়ির ঋণে তিন মাস ইএমআই স্থগিত রাখলে পরে গুণতে হবে বাড়তি সুদ। দিতে হবে বেশ কয়েকটা বাড়তি ইএমআই।সেই মামলার প্রেক্ষিতেই এদিন আদালতে হলফনামা দেয় কেন্দ্র।করোনা-আবহে ঋণের ইএমআই স্থগিত নিয়ে কেন্দ্রকে অবস্থান স্পষ্ট করতে বলে সর্বোচ্চ আদালত।সেই মামলার প্রেক্ষিতেই এদিন আদালতে হলফনামা দেয় কেন্দ্র।লকডাউনের মধ্যে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ৩ থেকে ৬ মাসের জন্য EMI স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে একাধিক ব্যাঙ্ক।