বড় কোনও নেতাকে খুনের পরিকল্পনায় ওপার থেকে এপারে? গ্রেফতার ৪ বাংলাদেশি দুষ্কৃতী
নিজস্ব প্রতিবেদন, বড় কোনও নেতাকে খুনের পরিকল্পনায় ওপার থেকে এপারে আসা। বীরভূম পুলিশি তৎপরতায় গ্রেফতার হল ৪ বাংলাদেশি দুষ্কৃতী সহ ৬ জন। জানা গিয়েছে, ২ জন স্থানীয় ছিল। দুষ্কৃতীদের কাছ থেকে বিপুল পরিমান অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে।দুষ্কৃতীদের জিজ্ঞাসাবাদ করে আরও কিছু দুষ্কৃতীদের নাম উঠে এসেছে, যারা নানুর-লাভপুরের দিকে রয়েছে। আরও জিজ্ঞাসাবাদ চলছে ও বাকিজনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
সূত্রের খবর, মেদিনীপুর জেলের কোনও বন্দি এই সুপারি দিয়েছিল তাদের।নির্বাচনের আগে একটি অস্থিরতার সৃষ্টি করার প্ল্যান ছিল তাদের, এমনটাই সন্দেহ করা হচ্ছে। দুষ্কৃতীদের সঙ্গে উদ্ধার হয়েছে বিপুল পরিমান অস্ত্র ও বিস্ফোরক। জানা যাচ্ছে, তাদের কাছে যে বিপুল পরিমান অস্ত্র ছিল, তা দিয়ে একসঙ্গে ৬ – ৭ জনের খুন করা সম্ভব। প্ল্যান সফল করার আগেই বীরভূমের শান্তিনিকেতনে বীরভূম পুলিশের হাতে ধরা পড়ল এই ৬ দুষ্কৃতী, ভেস্তে গেল বড়সড় ছক। বীরভূম জেলার এক বড় নেতাকে খুন করার পরিকল্পনা নিয়ে তারা এসেছিল। দুষ্কৃতীদের জিজ্ঞাসাবাদ করে আরও বহু তথ্য সামনে এসেছে।