সাতসকালে ময়দানে বড়সড় দুর্ঘটনা, চলন্ত বাস ধাক্কা মারল এক গাছকে
নিজস্ব প্রতিবেদন, সাত সকালে কলকাতার ময়দানে বড়সড় দুর্ঘটনা। একটি বাসের চালক বাস থেকে পরে যান, বাসটি সোজা ধাক্কা মারে একটি গাছে। একটুর জন্য প্রাণে বেঁচে যান যাত্রীরা। বাসটি সরকারি বাস ছিল, বাসের চালককে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ময়দানের কাছে আউট্রাম রোডে ঘটনাটি ঘটে। সময় তখন সকাল সাড়ে ৮টা।
জানা যায়, বাসটি যখন ময়দান পেরোচ্ছে তখন হঠাৎ বাসের চালকের শীতের পাশের দরজা খুলে যায়। চালক বাস থেকে পরে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সজোরে ধাক্কা মারে সামনে থাকা একটি গাছে। যদিও যাত্রীদের তেমন ক্ষতি হয়নি। তেমন কোনও আঘাতের খবর আসেনি। তবে গাড়ির চালককে রক্তাক্ত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কিভাবে বাসের দরজা খুলে গেল ও ঘটনাটির পেছনে অন্য কারণ আছে কিনা- গোটা দুর্ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। বাসের চালক চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।