মাঝ আকাশে ‘ইন্ডিগো’ বিমানে পুত্র সন্তানের জন্ম দিলেন এক মহিলা
নিজস্ব প্রতিবেদন, বুধবার ইন্ডিগো 6E 122 বিমানে দিল্লি বিমানবন্দর থেকে রওনা দেয় বিকেলের দিকে। মাঝ আকাশে হঠাৎই প্রসব বেদনা শুরু হয় এক মহিলা যাত্রীর। সাহায্যে এগিয়ে আসেন বিমানকর্মীরা। মাঝআকাশে বিমানেই পুত্র সন্তানের জন্ম দেন তিনি। মা এবং সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন।তবে বাচ্চাটি প্রি-ম্যাচিওর হওয়ার তাঁকে খুব সাবধানে রাখা হয়।বেঙ্গালুরুতে বিমান অবতরণের পর মা ও সদ্যোজাতকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ওই বিমানে সওয়ার বাকি যাত্রীরা জানিয়েছেন, প্রসবের কারণে বিমানের সময়সীমার পরিবর্তন হয়নি।
২০১৭ সালে সৌদি আরব থেকে ভারতে আসার একটি বিমানে এক মহিলা কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। জেট এয়ারওয়েজ তার সারাজীবনের বিমানের টিকিটের দায়িত্ব নিয়েছিল।২০০৯ সালে এয়ার এশিয়া একজন মালয়েশিয়ান মা ও তাঁর ছেলেকে গোটা জীবনের বিমানের টিকিট উপহার দিয়েছিল। একটি ফিলিপাইনের এয়ারলাইন সংস্থা বিমানে জন্মানো শিশু কন্যাকে বিনামূল্যে ১ মিলিয়ন এয়ার মাইল ভ্রমণের উপহার দিয়েছিল। এবার কি ইন্ডিগো সেরকম কিছু ভাবছে ? কারণ এবার দিল্লি-বেঙ্গালুরু ইন্ডিগো বিমানের মধ্যে সন্তানের জন্ম দিলেন এক মহিলা। সূত্রের খবর, ইন্ডিগোর তরফে ঘোষণা করা হতে পারে, শিশুটির সারাজীবন যতবার খুশি সংস্থার বিমানে চাপতে পারবে। সফরের খরচ নেবে না ইন্ডিগো।তবে এ ব্যাপারে এখনোও বিস্তারিত জানা যায়নি।