শেষ চব্বিশ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ২৯৪৯ জন, আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখি

শেষ চব্বিশ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ২৯৪৯ জন, আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখি

নিজস্ব প্রতিবেদন, রাজ্যে করোনা পরিস্থিতি বেশ শোচনীয়। তবে এখন সংক্রমণের হার অনেকটা কম হাওড়া, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগণা জেলায়, সংক্রমণের হার বাড়ছে দার্জিলিং,নদিয়া, দিনাজপুর ইত্যাদি জেলায়।যার ফলে দৈনিক আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখি। স্বাস্থ্যভবনের প্রকাশিত বুলেটিন অনুযায়ী শেষ চব্বিশ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনার আক্রান্ত হয়েছে ২৯৪৯ জন। যা গতকালের থেকে একটু বেশি। তেমনি এদিন সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা ২,০৬৪। যা গতকালের থেকে একটু বেশি। কিছু ভাবেই বাগে আনা সম্ভব হচ্ছে না করোনাকে। এখন শুধু ভ্যাকসিন আবিষ্কারের অপেক্ষায়।

এদিন কলকাতাতে আক্রান্ত ৬৮৪ জন। রাজ্যে মোট আক্রান্ত ৯২ হাজার ছাড়ায়। রাজ্যে এই মুহূর্তে করোনা রোগীর সংখ্যা ৯২,৬১৫ জন। শুধু কলকাতাতেই প্রায় সাতাশ হাজারের অধিক জনের শরীরে করোনা থাবা বসিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগণা ও হাওড়া- এই দুই জেলায় মোট আক্রান্ত যথাক্রমে ১৯,৯৬৭ ও ৯,৫৫০। তবে মুর্শিদাবাদ, কোচবিহার, দার্জিলিং, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দৈনিক আক্রান্ত ছিল প্রায় একশো জন।

আজ রাজ্যে করোনায় মারা গেছেন ৫১ জন। তার মধ্যে শুধু কলকাতাতেই ২০ জন করে মৃত্যু হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগণায় ১৯ জনের মৃত্যু হয়। রাজ্যে মোট করোনাতে মৃত্যু ২,০০৫। যদিও জানা যায়, যার মধ্যে ৮৭ শতাংশ রোগীর মৃত্যু কোমর্বিডিটির কারণে মৃত্যু হচ্ছে। তাই চিন্তার কোনো কারণ নেই বলেই মনে করা হচ্ছে।

তবে এর পাশাপাশি ডিসচার্জ রেট এদিন বেড়ে দাঁড়িয়েছে ৭০.৩২ শতাংশে। রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা প্রায় পাঁচিশ হাজার মানুষ। রাজ্যে এদিন মোট সুস্থতা ৬৫ হাজার ছাড়ালো। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার সংখ্যা ৬৫,১১৪ জন। এবং রাজ্যের ৬০ টি ল্যাবে আজ সারাদিনে ২৫ হাজার ১৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। যা এযাবৎ সর্বাধিক। রাজ্যে এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০ লক্ষ ৭৯ হাজার ৬৫৭।

Leave a Comment