করোনা পরিস্থিতিতে দেশের সংসদের অধিবেশন সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে গেল
নিজস্ব প্রতিবেদন, করোনা থাবা বসিয়েছে গোটা দেশে। ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই করোনা আবহে এবার আগস্টের সংসদের অধিবেশন সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আগের থেকে যদিও এখন দিল্লির অবস্থা অনেকটা স্বাভাবিক হয়েছে। দেশের করোনা পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু এবং লোকসভার স্পিকার ওম বিড়লা।পরিস্থিতি বিচার করে তবেই অধিবেশনের দিন চূড়ান্ত করবে রাজ্য ও লোকসভা।
ভারতীয় সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়া এবং পরের মরশুমের অধিবেশন শুরু হওয়ার মধ্যে ৬ মাসের বেশি ফারাক থাকার কথা নয়। এই নিয়ম মেনেই, রাজ্যসভা এবং লোকসভার হাত সেপ্টেম্বর মাসের ২৩ তারিখ পর্যন্ত সময় রয়েছে বর্ষাকালীন অধিবেশন শুরু করার। উল্লেখ্য, ২৫ মার্চ দেশ জুড়ে লকডাউন শুরু হওয়ার মাত্র ২ দিন আগে অর্থাত্ ২৩ মার্চ শেষ হয়েছে সংসদের বাজেট সেশন।পাশাপাশি অধিবেশনে কতজন সাংসদ উপস্থিত থাকবেন তা পুরোপুরি নির্ভর করবে দেশের করোনা পরিস্থিতির উপর।