রাজ্যে একদিনে আক্রান্ত হলেন ৪৯ জন কলকাতা পুলিশ, বাড়ছে উদ্বেগ
নিজস্ব প্রতিবেদন, ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৪৯ জন পুলিশ। মোট মিলিয়ে প্রায় ১৪০০ পুলিশ অতিমারী করোনাতে আক্রান্ত হলেন। যদিও এরমধ্যে বহুজন সুস্থ হয়ে গিয়েছেন। জানা গিয়েছে, একদিনে কলকাতা পুলিশের ৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ এদের মধ্যে পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীরা রয়েছেন৷ পুলিশ মহলে বাড়ছে উদ্বেগ। এরমধ্যে কলকাতা পুলিশের ৮ জন পুলিশকর্মী মারা গিয়েছেন৷
সোমবার এই আক্রান্তের সংখ্যাটা ছিল ৩১ জনে৷একদিনে তা অনেকটাই বেড়েছে। তাই পুলিশদের অন্যদের সুরক্ষা দেওয়ার আগে নিজেদের সুরক্ষিত থাকাটা খুব প্রয়োজন হয়ে পড়েছে। যাদি লালবাজার সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪১ জন।
কিছুদিন আগে করোনায় মৃত্যু হয় চারু মার্কেট থানার কনস্টেবল দেবেন্দ্রনাথ তির্কির৷ কলকাতা পুলিশ জানিয়েছিল, “কনস্টেবল দেবেন্দ্রনাথ তির্কি। চারু মার্কেট থানায় কর্মরত ছিলেন। একেবারে সামনের সারিতে থেকে লড়ছিলেন করোনা-যুদ্ধে। কোভিডে আক্রান্ত হয়ে সম্প্রতি ভর্তি হন হাসপাতালে৷ সেখানেই তার মৃত্যু হয়৷ এই প্রয়াত সহযোদ্ধার পরিবারের হাতে রাজ্য সরকারের স্বাস্থ্য বিমা অনুযায়ী দশ লক্ষ টাকা তুলে দেওয়া হবে শীঘ্রই।প্রয়াত সহকর্মীর শোকসন্তপ্ত পরিবারের পাশে আমরা আছি, এবং থাকব সর্বতোভাবে।”
বুধবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিন বলছে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬১ জনের৷ যা একদিনের হিসেবে পশ্চিমবঙ্গে সর্বোচ্চ৷ মঙ্গলবার এই মৃতের সংখ্যাটা ছিল ৫৪ জনে৷ যার ফলে সব মিলিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১,৮৪৬ জন৷ পাশাপাশি গত ২৪ ঘন্টায় বাংলায় করোনায় আক্রান্ত হয়েছেন ২,৮১৬ জন৷ সবমিলিয়ে রাজ্যে মোট আক্রান্ত হয়েছে ৮৩,৮০০ জন৷