ভারতে তাপপ্রবাহের মাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখীর দিকে এগোচ্ছে, এক বছরে তাপপ্রবাহের দিন বেড়েছে ৮২%
নিজস্ব প্রতিবেদন, ফের ভারতে তাপপ্রবাহের মাত্রা ঊর্ধ্বমুখী। সরকারি পরিসংখ্যান থেকে যে তথ্য সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে এক বছরে তাপপ্রবাহের দিন বেড়েছে ৮২%। যা সত্যি চিন্তার বিষয়। জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ার এই দ্রুত বদল। ২০১৯ সালে দেশের বিভিন্ন প্রান্তে মোট ১৫৭ দিন তাপপ্রবাহের ঘটনা ঘটেছে। যা ২০১৮ সালের থেকে গড়ে ৮২.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
‘এনভিস্টেটস ইন্ডিয়া ২০২০’ খোদ কেন্দ্রীয় পরিসংখ্যান এবং পরিকল্পনা রূপায়ণ মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস (NSO) এই রিপোর্ট সামনে এনেছে। রাজস্থানে গত বছর তাপপ্রবাহের দিন সর্বাধিক ছিল। মরুরাজ্যে ২০ দিন তাপপ্রবাহের ঘটনা ঘটেছে।উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে ১৩ দিন করে তাপপ্রবাহ ছিল। এর আগে ২০১০ সালে সর্বাধিক সংখ্যক ২৫৪ দিন ছিল, তারপর ২০১২ সালে ১৮৯ দিন দাবদাহের মুখে পড়তে হয়েছে ভারতকে।২০১৯ সালে তৃতীয় সর্বোচ্চ তাপপ্রবাহের ঘটনার সাক্ষী থাকল দেশ।
তাপপ্রবাহের জেরে প্রাণ হারিয়েছেন বহু জন। ২০১৮ সালে অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন-এ ভারতে মোট ৩ হাজার ৭৪০ জন প্রাণ হারিয়েছেন, যা গত ছ’বছরের মধ্যে সর্বোচ্চ।এরপরই পশ্চিমবঙ্গে (৭৩২) উত্তরপ্রদেশ (৬৯৯), অন্ধ্রপ্রদেশ (৫৮৭) এবং দিল্লি (৪৯২)।২০১৮ সালে দেশে তাপপ্রবাহে প্রাণ হারিয়েছিলেন মোট ২৬ জন। ২০১৯ সালে সেই সংখ্যাটা এক ধাক্কায় কয়েকগুণ বেড়ে দাঁড়ায় ৩৭৩ জন।