হাতির আক্রমণে মৃত্যু হলে মৃতের পরিবারকে চাকরি দেবে রাজ্যসরকার

হাতির আক্রমণে মৃত্যু হলে মৃতের পরিবারকে চাকরি দেবে রাজ্যসরকার

নিজস্ব প্রতিবেদন, একুশের ভোটের আগে জঙ্গলমহলকে গুছিয়ে নিতে তৎপর মমতা। উত্তরবঙ্গ সফর থেকে ফিরেই তাই তড়িঘড়ি জঙ্গলমহল সফরে। খড়গপুরে প্রশাসনিক সভা থেকে আদিবাসীদের জন্য বড় ঘোষণা করলে মমতা। হাতির হানায় কেউ মারা গেলে পরিবারের এক জনকে হোমগার্ডের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। করোনা কালে মুখ্যমন্ত্রীর এই প্রতিশ্রুতি যে টনিকের কাজ করবে তাতে কোনও সন্দেহ নেই।

আজ পশ্চিম মেদিনীপুরে গিয়ে প্রশাসনিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি এই কথা ঘোষণা করে বলেন, “আমরা আজ ঠিক করেছি, কেউ যদি হাতির আক্রমণে মারা হারান, যেটা বেশিরভাগটা ঝাড়গ্রামের দিকে হয়। মেদিনীপুরে হয়, পুরুলিয়ায় হয়, বাঁকুড়ায় হয় এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে হাতির আক্রমণে কেউ মারা গেলে তাঁদের পরিবারকে সাহায্য করা হবে। তাঁদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে।”এর পাশাপাশি মাওবাদী হামলায় মৃত অথবা ১০ বছর ধরে নিখোঁজ ব্যক্তির পরিবারের একজনকে চাকরি অথবা চার লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

এই বৈঠকের মুখ্যমন্ত্রী আরো জানান, “তার কারণ হচ্ছে, অনেকে এভাবে মারা যান। তারপর কেউ ফিরেও তাকায় না। তাঁরা ২.৫ লাখ টাকা পান। এবার থেকে স্পেশাল হোমগার্ডের চাকরিও পাবেন। এটা নীতিগত সিদ্ধান্ত।” তাঁর মতে, হাতির হানায় নিহতদের পরিবারকে ২.৫ লাখ টাকা দেওয়া হলেও তাঁদের দিকে কেউ ফিরে তাকান না। তার জেরে সমস্যায় পড়েন মৃতের পরিজনরা। সেজন্য স্পেশাল হোমগার্ডে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Comment