দেশীয় কোভিড-১৯ টিকা বানানোর কাজে ভারত বায়োটেকের সাথে হাত মেলালো আইসিএমআর, শনিবার ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ অর্থাৎ আইসিএমআর এর তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
আইসিএমআর এই বিবৃতিতে জানায় যে তাদের অধীনে থাকা পুনের নেশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির গবেষণাগারে বানানো কভিড -১৯ ভাইরাসের স্ট্রেন তুলে দেওয়া হয়েছে বিবিআইএল( ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড) এর হাতে যাতে এটি টিকাটি বানাতে সাহায্য করতে পারে।
দেশীয় প্রযুক্তিতে তৈরি এই টিকার একমাত্র লক্ষ্য কম খরচে যত তাড়াতাড়ি আমজনতার কাছে পৌঁছে যাওয়া যায়। আইসিএমআর এর তরফে জানানো হয়েছে টিকা নিয়ে গবেষণা ও টিকা বানানোর জন্য বিবিআইএল কে সব রকম ভাবে সাহায্য করতে আইসিএমআর তৈরি। গবেষণার জন্য প্রয়োজনীয় রাসায়নিকের দ্রুত জোগানে যেন কোন ব্যাঘাত না ঘটে সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
বিবিআইএল এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণা এল্লা বলেন ” আইসিএমআর এর সাথে এই প্রকল্পে যুক্ত হতে পেরে আমরা গর্বিত, এই অতিমারির বিরুদ্ধে দেশের লড়াইয়ের অঙ্গ হিসেবে এই প্রকল্পকে সফল করে তুলতে আমরা যথাসাধ্য চেষ্টা করব।”
কভিড-১৯ টিকা বানানোর কাজে বিবিআইএল যে প্রস্তুতি নিচ্ছে সেই আভাস অবশ্য পাওয়া গেছিল আগেই, এই টিকা বানানোর কাজের জন্য কেন্দ্রীয় বায়োটেকনোলজি মন্ত্রক গত ২০ এপ্রিল বিবিআইএল কে অর্থসাহায্য দেওয়ার ঘোষণা করেছিল।