আমি ডাক্তার নই : ট্রাম্প

সম্প্রতি হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন যে সেটি নাকি কোভিড-19 চিকিৎসায় একটি গেম চেঞ্জার ওষুধ এবং সেমতো ভারতের সহযোগিতায় জোগাড় করাও হয় ম্যালেরিয়ার এই দাওয়াই, তবে ইউএস ফুড এন্ড ড্রাগস্ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ র করা একটি গবেষণা এই দাবি নস্যাৎ করে বলে এই ওষুধের ওপর অনেক গবেষণা এখনো বাকি, ম্যালেরিয়া এবং করোনা সম্পূর্ণ আলাদা রোগ, ম্যালেরিয়ার জীবাণু একটি প্যারাসাইট যেখানে করোনা একটি ভাইরাস তাই তাদের আক্রমণ এবং সংক্রমণ পদ্ধতি একেবারেই আলাদা।

একটি সাংবাদিক বৈঠকে এই নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে জিগ্যেস করা হলে ইউনিভার্সিটি বলেন “আমি ডাক্তার নয়, তবে ওষুধটি কাজ করলে ব্যবহার করা হবে নচেৎ নয় “।
এফডিএ -র মতে হাইড্রোক্সিক্লোরোকুইন করোনা চিকিৎসায় ব্যবহার হলেও এর কিছু পার্শপ্রতিক্রিয়া লক্ষ করা গেছে যেমন কিছু রুগীর ক্ষেত্রে হৃৎস্পন্দন বাড়িয়ে দেওয়া, তাই যথেষ্ট পরিমানে টেস্ট এখনো করা দরকার।
এর আগে ফ্রান্সের কিছু গবেষক এই ম্যালেরিয়ার অসুধের গুণগান করেছিলেন কিন্তু সেই রিপোর্টার সত্যতা বিচার স্বাপেক্ষ।
মার্কিন প্রেসিডেন্ট অবশ্য দাওয়াই দিতে পিছিয়ে থাকছেন না, সম্প্রতি তিনি ফুসফুসে জীবাণুনাশক ইঞ্জেক্টের টোটকাও দিয়েছেন।

Leave a Comment