মানবিকতার জাত হয় না – দেখালো কর্ণাটকের দুই ভাই

করোনা ভাইরাসের জেরে দেশ জোড়া লকডাউন আর তার জেরে দিন আনি দিন খাই মানুষগুলোর অসুবিধা নিঃসন্দেহে সবচেয়ে বেশি। এমত অবস্থায় কর্ণাটকের কোলার এলাকার দুই ভাই তাজামুল ও মুজামিল পাশা এই অভাবি মানুষগুলোর পাশে এসে দাঁড়ালেন। এলাকার মানুষরা যাতে 3 বেলা খেতে পায় সে দ্বায়িত্ব নিলেন তারা, আর খাদ্য সামগ্রী জোগাড় করতে বিক্রি করলেন নিজেদের জমি, সেই জমি বিক্রির 25 লক্ষ টাকাই উৎসর্গ করলেন মানুষদের মুখে খাওয়ার তুলে দেওয়ার লক্ষ্যে। একটি স্থানীয় সংবাদ পত্রে দেওয়া ইন্টারভিউএ তাজামুল পাশা বলেন করোনা কে হারাতে মানুষকে ঘরে থাকতেই হবে, কিন্তু এই দিন আনি মানুষ গুলো ঘরে থাকলে খাবে কি, তাই তাদের পাশে দাঁড়ানো তিনি কর্তব্য বলে মনে করেন। অবশ্য এই কাজে দুই ভাই আরো কিছু বন্ধুর সাহায্য পেয়েছেন। তারাই এখন রান্না করে দুমুঠো খাওয়ার তুলে দিচ্ছেন দুস্থদের আর কুড়িয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ আশীর্বাদ।

Leave a Comment