উত্তরবঙ্গে চলছে প্রবল বৃষ্টিপাত, এবং এর জেরে বিধ্বস্ত জনজীবন। গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের কোথাও কোথাও ২০০ মিলিমিটারেরও বৃষ্টি হয়েছে। গত তিন দিন ধরে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং এ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দপ্তর এর মতে আগামীকাল অর্থাৎ রবিবারও প্রবল বৃষ্টিপাত থাকবে এবং পরের সপ্তাহ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে।
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও থাকবে প্রবল বৃষ্টিপাত। মৌসুমী বায়ু সক্রিয় থাকার পাশাপাশি রাজস্থান থেকে বিহার পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে এবং তার কারণে আরো বেশি করে জলীয়বাষ্প বঙ্গোপসাগর থেকে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে ঢুকে পড়ছে এবং যার ফলেই বিহার এবং উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে। ইতিমধ্যেই প্রবল বৃষ্টিপাতের জেলায় জলমগ্ন হয়েছে আসামের ষোলটি জেলা।
প্রবল বৃষ্টিপাত হয়েছে আলিপুরদুয়ারে জলপাইগুড়ি ও বিভিন্ন সংলগ্ন এলাকায়। ধুপগুড়ি, রায়গঞ্জ, নগরকাটার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। দুই দিনাজপুরসহ মালদহে ও হচ্ছে প্রবল বৃষ্টিপাত। তবে প্রবল বৃষ্টির সাথে নিকাশি ব্যবস্থা ও বেহাল হয়ে পরায় জলপাইগুড়ি ও শিলিগুড়ির বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হয়েছে এবং সেটা নিয়ে সেখানকার জনগণের মধ্যে যথেষ্ট পরিমাণে ক্ষোভ বেড়েছে। তবে উত্তরবঙ্গের পাশাপাশি এবার দক্ষিণবঙ্গের রাজ্যগুলোতে ও আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।