কাজ শুরু হাওড়া হাসপাতালে

সোমবার থেকে হাওড়া জেলা হাসপাতালের আউটডোরে চালু করা হোলো ফিভার ক্লিনিক, একইসঙ্গে হাওড়া পুরনিগমের আরো চারটি হাসপাতাল সহ এদিনথেকে চালু করা হোলো পাঁচটি ফিভার ক্লিনিক। হাসপাতাল কতৃপক্ষ ধাপে ধাপে সমস্ত বিভাগ খোলার প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিন থেকেই ফিভার ক্লিনিকে চিকিৎসায় আসা বেশ কিছু রোগীর লালারসের নমুনা পাঠানো হয়। পাশাপাশি পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। করোনা উপসর্গ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে সাবধানতার সাথে তার লালারসের নমুনা পরীক্ষা করানোর ব্যাবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা হাওড়ায় প্রায় ১৪০, সংখ্যা যাতে না বাড়ে সে চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে শিবপুর থানার ৩ পুলিশ কর্মী এবং হাওড়া থানার এক কনস্টেবলের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে, তাদের ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Comment