দেবদত্তা রায়, হুগলির ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে কর্মরত ছিলেন, সোমবার সকালে শ্রমজীবী হাসপাতালের কোভিড ইউনিটে তার মৃত্যু হয়।
৩৮ বছর বয়সী দেবদত্তা রায় ২০১০ সালের ডব্লুবিসিএস আধিকারিক। জেলাশাসক সূত্রে জানা গিয়েছে সপ্তাহখানেক ধরে ওনার শরীর বেশ খারাপ ছিল, এরপর কলকাতায় কভিড টেস্টে রিপোর্ট পজিটিভ আসে। এরপর উনি ওনার দমদম লিচুবাগানের বাড়িতে হোম কোয়ারান্টিনে ছিলেন।
কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে উনি হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা করলে কলকাতার কোনো হাসপাতালে সে ব্যবস্থা করা যায় নি। এর মধ্যে তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে তাকে শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু সোমবার সকালে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে বলা হয়েছে ওনার অবস্থা ভর্তির সময়তেই আশংকাজনক ছিল এবং সংক্রমণ অনেক বেড়ে গেছিলো।
পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফেরার পর উনি শ্রমিকদের ট্রানসিট ক্যাম্পের দায়িত্বে ছিলেন। হুগলিতে কাজ করার আগে উনি ব্লক উন্নয়ন আধিকারিক হিসেবে কাজ করেছেন পুরুলিয়াতে। তার বছর চারেকের শিশু সন্তান রয়েছে।
তবে কোথাথেকে তিনি সংক্রমিত হলেন সেটা স্পষ্ট নয়। তার কাজের জায়গা এবং বাড়ির এলাকা এই দুটিতেই প্রচুর সংক্রমণ ঘটেছে। হুগলিতে সংক্রমণ দের হাজার ছাড়িয়েছে।