সকাল থেকে টানা বৃষ্টি, বৃষ্টিতে ভাসল মুম্বাই, বন্ধ বাস ও রেল পরিষেবা

সকাল থেকে টানা বৃষ্টি, বৃষ্টিতে ভাসল মুম্বাই, বন্ধ বাস ও রেল পরিষেবা

নিজস্ব প্রতিবেদন, আজ সকাল থেকে বৃষ্টি মুখর পরিবেশ। পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত জায়গায় বৃষ্টি হয়ে চলেছে। সবচেয়ে বেশি শোচনীয় অবস্থা মুম্বাই-এ। সকাল থেকে ভারী বৃষ্টি হয়ে চলেছে। এক হাঁটু জল জমেছে মুম্বাইয়ের রাস্তায়। জলের স্রোতে আটকে গেছে গাড়ি ও অনেক যায় কিছু মানুষও আটকে পড়েছেন। পুলিশ ও স্থানীয় মানুষের সহায়তাতেই চলছে উদ্ধারকার্য।

প্রবল বৃষ্টির জেরে ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা। বন্ধ করে দেওয়া হয়েছে বাস ও রেল পরিষেবা। আগেই আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছিল, মুম্বাইয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক ট্রেন এবং বেশ কিছু ট্রেনের রুট বদল করে দেওয়া হয়েছে সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে। তবে শুধু মুম্বাইয়ে নয় দিল্লিতেও শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত।তবে প্রায় দু’সপ্তাহ বৃষ্টি না হওয়ায় গরম থেকে স্বস্তি পেল সাধারণ মানুষ।

এছাড়া পশ্চিমবঙ্গেও বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে। কলকাতার আকাশ সকাল থেকেই ঘন কালো। হাওড়াতেও ভোর থেকে প্রবল বৃষ্টি। আজ সারাদিনই এরূপ বৃষ্টি হবে বলেই মনেকরে হচ্ছে। গভীর নিম্নচাপের কারণে বুধবার থেকে শুরু হতে চলেছে বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টিপাত। গত রবিবার থেকেই বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এমনটাই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। কিন্তু সেই বঙ্গোপসাগরে আবার তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ যার ফলে বুধবার থেকে আবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।

আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, বুধবার সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে যদিও হালকা বৃষ্টিপাত হলেও কলকাতা দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবেই।

Leave a Comment