শুভ জন্মদিন টলিউড। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় -কে সমগ্র টলিউড বলা যেতেই পারে। ফিট, ফ্লপের তোয়াক্কা না করে একের পর এক সিনেমায় নিজেকে দীর্ঘদিন ধরে প্রমাণ করার সাথে সাথে বাংলা সিনেমা কে নিজের কাঁধে বয়ে নিয়ে চলেছেন প্রায় তিন দশক ধিরে। উত্তম-সৌমিত্র-র পর সন্মানীয় অভিনেতা হিসাবে বুম্বাদাকে সারা ইন্ডাস্ট্রি এক কথায় কুর্ণিশ জানায়। আজ বুম্বাদার ৫৮ তম জন্মদিন। আজও ‘চিরদিনই তুমি যে আমার’-এর হিরো এভারগ্রীণ।
গতকাল থেকেই পার্সোনাল ফোন থেকে সোসাল মিডিয়া, সর্বত্রই বন্যা বয়ে যাচ্ছে জন্মদিনের শুভাচ্ছাবার্তায়। তিনি মনে করছেন যে এবছর টা একে তো করোনার ত্রাস তারওপর আবার একের পর এক বিনোদন জগতের নক্ষত্র পতন। তাই এই বছরের জন্মদিন টা কোন উৎসবের আমেজ আনতেই পারছে না। কাজ নিয়েও তিনি যথেষ্ট চিন্তিত। একের পর এক কাজ থাজা সত্ত্বেও সবগুলিই পিছিয়ে গেছে করোনা আবহে। প্রথম দিকটা একটু ভেঙে পড়লেও এখন অনেকটাই স্বাভাবিক তিনি। নেপোটিজমের ঝড়েও তাঁর নাম শোনা যায়, যদিও তিনি সেই ব্যাপারে কোন পাল্টা জবাব দিতে নারাজ।
৫৮ তম জন্মদিন হলেও হার্টথ্রব বুম্বাদা কখনোই ৩০ এর উপরে উঠতে চাননা। দর্শক ও তা চায় না। প্রায় ৩৫০ কাছাকাছি ছবিতে অভিনয় করা এই টলি স্টার যে ৫৮ তেও চকলেট বয় থেকে শুরু করে অ্যাকশন হিরো সবতেই পারদর্শী তা বলার অপেক্ষা নেই। পরিবারের প্রিয়জন থেকে শুরু করে, ফ্যানেরা ও ইন্ডাস্ট্রির ছোট-বড়ো সকলেই তাঁর দীর্ঘায়ু কামনা করেছেন ও আগামী দিনের জন্য শুভকামনা জানিয়েছেন।