বাংলার সোঁদা মাটির মিষ্টি গন্ধের মতোই মিষ্টি বাংলার লোকগান। বাংলার লোকগান সমগ্র গ্রামবাংলার প্রতিচ্ছবি। লোকগানের সুর থেকে অমর করা কথা সবই এই গানকে করে তোলে অমূল্য। বাংলার লোকগান আদিকাল থেকে শুধু বাংলায় নয় সমগ্র বিশ্ব দরবারে সমহিমায় প্রজ্জ্বলিত। এমনই একটি বিখ্যাত গান হলো ‘বড়ো লোকের বেটি লো’ যা মানুষের মনে প্রভূত জায়গা করে রয়েছে বহুদিন আগে থেকে। এই অভূতপূর্ব রচনাশৈলীর স্রষ্টা হলেন সিউরির খ্যাতনামা লোকশিল্পী রতন কাহার।
বেশ কিছুদিন আগে এই বিখ্যাত লোকগান টিকে অনুকরণ করে বলিউডের খ্যাতনামা গায়ক ও র্যাপার বাদশা -একটি র্যাপ সং বানিয়ে ফেলেন। হিট এর তালিকায় সেটি শীর্ষেও পৌঁছে যায় কিন্তু গানের কথা নকল করা সত্ত্বেও কোথাও রতন কাহারের নাম উল্লেখ থাকতে দেখা যায় না। এতেই শুরু হয় জনগনের বিপত্তি। নেটিজেনদের রোষের শিকার হন বাদশা ও তার এই র্যাপ সং। অবশেষে বাদশা নিজের ভুল স্বীকার করে শ্রী রতন কাহার কে তাঁর যোগ্য সন্মান প্রদান করেন।
সম্প্রতি এই ‘গাঁদা ফুল’ গানটিকেই নতুন ভাবে দর্শকদের সামনে নিয়ে আসেন তবলাবাদক বিক্রম ঘোষ এবং পরিচালক অরিন্দম শীল। সবথেকে আকর্ষনীয় বিষয় হলো এই ভিডিও তে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে স্বয়ং রতন কাহার’কে। ভিডিওটিতে গান গেয়েছেন রতন বাবু নিজে এবং তাঁর সহ-গায়িকার গলায় শোনা যাচ্ছে প্রখ্যাত গায়িকা ইমন চক্রবর্তী’কে। তাঁরা শুধু গলাই দেননি, ভিডিও টিতেও তাদের উজ্জ্বল উপস্থিতি রয়েছে। আর নৃত্যে রয়েছেন অভিনেত্রী দেবলীনা কুমার। পুজোর আগেই এমন একটি নাচের মন মাতানো লোকগান বাঙালির মনকে আরও মুখরিত করবে এমনটাই আশা নির্মাতা, পরিচালক ও সকল শিল্পীদের।