এবার থেকে চেকের মাধ্যমেই শুধুমাত্র লেনদেন করা যাবে, নির্দেশিকা রিজার্ভ ব্যাঙ্কের
নিজস্ব প্রতিবেদন, এবার থেকে চেকের মাধ্যমেই শুধুমাত্র লেনদেন করা যাবে, জানাল রিজার্ভ ব্যাঙ্ক। ব্যাঙ্কে জালিয়াতি রুখতে এই নয়া সিদ্ধান্ত। এবার থেকে ৫০ হাজারের বেশি টাকা চেকের মাধ্যমে লেনদেন করতে হলে নতুন পদ্ধতিতে আগে যাচাই করবে ব্যাঙ্ক। ২০২১ সালের পয়লা জানুয়ারি থেকে এই নতুন নিয়ম চালু হচ্ছে। রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে এবার থেকে ৫০ হাজার টাকার বেশি অঙ্কের চেক জামা পড়লেই পজিটিভ পে সিস্টেম-এর মাধ্যমে ব্যাঙ্ক আগে বিভিন্ন তথ্য যাচাই করবে।
চেক জমা দেওয়ার নিয়মেও এল বদল। যিনি চেক দিয়েছেন এবং যিনি চেক নিয়েছেন উভয়কেই ব্যাঙ্কের তরফে তথ্য যাচাই করা হবে যেমন কার নামে চেক, চেকের তারিখ, চেক কে দিয়েছেন, টাকার অঙ্ক সহ স্বাক্ষর যাচাই।আরবিআই-এর নির্দেশ অনুযায়ী, চেক এবং গ্রাহকের দেওয়া তথ্য মেলার পরেই হবে লেনদেন।এসএমএস, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং -এসবের মাধ্যমে একাধিক তথ্য যাচাই করার পর তারপরই টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। আর আগের মত চেক জমা পড়লেই টাকা তোলা যাবে না।
একটি ব্যাঙ্কের চেক অন্য ব্যাঙ্ক থেকে ভাঙানোর যে ব্যবস্থা (চেক ট্রানজাকশন সিস্টেম), তাতে কোনও গরমিল ধরা পড়লে ড্রয়ি ব্যাঙ্ক ও প্রেজেন্টিং ব্যাঙ্ক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) সব ব্যাঙ্ককে ‘পজিটিভ পে সিস্টেম’-এর অন্তর্ভূক্ত করবে।এসএমএস পাঠিয়ে ব্যাঙ্ক এই নতুন নিয়ম চালুর ব্যাপারে গ্রাহকদের তথ্য জানাবে।