ক্রমশ অবস্থার অবনতি হচ্ছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়-এর

ক্রমশ অবস্থার অবনতি হচ্ছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়-এর

নিজস্ব প্রতিবেদন, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থার আরও অবনতি হয়েছে। সাড়া দিচ্ছেন না চিকিৎসায়, রাখা হয়েছে ভেন্টিলেশনে। পরিবারের বাকিদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার জন্য সোমবার জরুরি অস্ত্রোপচার করা হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের।রবিবার বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান ৮৪ বছর বয়সী প্রণব মুখোপাধ্যায়। চিকিৎসার জন্য তাঁকে দিল্লির সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর করোনা পরীক্ষা হলে রিপোর্ট পজিটিভ আসে।

নিজের করোনা আক্রান্তের খবরটা সোমবার নিজেই ট্যুইট করে জানিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি। লিখেছিলেন, ‘অন্য চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলাম। করোনা-পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এসেছে। গত এক সপ্তাহে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের অনুরোধ করছি, সেলফ আইসোলেশনে থাকুন এবং করোনা পরীক্ষা করিয়ে নিন।’ সূত্রের খবর, রবিবার রাতে বাথরুমে পড়ে গিয়ে কপাল ও রগে চোট পান প্রণব। সোমবার সকালে তাঁকে নিয়ে আসা হয় আর অ্যান্ড আর হাসপাতালে। সিটি স্ক্যানে ধরা পড়ে, তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে, ডাক্তাররা তখনই আর ঝুঁকি না-নিয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচার সফল হলেও ৭২ ঘণ্টা না-কাটলে আশ্বাস দিতে নারাজ চিকিৎসকরা।বছর ছয়েক আগে হৃদযন্ত্রে ব্লকেজের সমস্যা দেখা দেওয়ার পর থেকেই নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকেন প্রণব।

প্রণব মুখোপাধ্যায়ের অসুস্থতার কথা শোনার পর থেকে প্রণব মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে বীরভূমের মিরিটি গ্রামের মন ভাল নেই। মিরিটি গ্রামের বাসিন্দাদের কাছে তিনি প্রাক্তন রাষ্ট্রপতির থেকে বেশি ঘরের ছেলে। তাঁর আরোগ্য কামনা করে গ্রামে শুরু হয়েছে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ।প্রতিবছর মিরিটি গ্রামে নিজের বাড়ির দুর্গাপুজোয় আসেন প্রণব মুখোপাধ্যায়।

Leave a Comment