করোনা আক্রান্ত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

করোনা আক্রান্ত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, ট্যুইট করে জানালেন নিজেই

নিজস্ব প্রতিবেদন, করোনায় আক্রান্ত হলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সোমবার দুপুর ১টা নাগাদ টুইটারে নিজেই সে কথা জানালেন তিনি। তিনি নিজেই টুইট করে সেকথা জানান। টুইট তিনি বলেন, অন্য চিকিৎসার জন্য হাসপাতালে যেতেই তিনি এই মারণ ভাইরাসের সংস্পর্শে আসেন। টুইটে তিনি লেখেন, ‘‌অন্য একটি কারণে আমি হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু সেখানে পরীক্ষা করে আজ দেখা যায়, আমি কোভিড পজিটিভ। আমি অনুরোধ করব, যাঁরা আমার সংস্পর্শে এসেছেন শেষ এক সপ্তাহে তাঁরা যেন নিজেদের পরীক্ষা করান এবং সেল্ফ আইসোলেশনে থাকেন।’‌

উল্লেখ্য জনগণের পর এবার রাজনৈতিক শিবিরেও করোনা প্রকোপ বাড়ছে। একের পর এক প্রথম সারির নেতারা করোনা আক্রান্ত হচ্ছেন। কয়েকদিন আগেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা আক্রান্ত হন। তিনি এখনও চিকিৎসাধীন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও করোনা হাত থেকে রেহাই পাননি। আক্রান্ত হয়েছেন বিগ বি অমিতাভ বচ্চনও। যদিও তিনি এখন সুস্থ হয়ে উঠেছেন।

এবার দেশের প্রাক্তন রাষ্ট্রপতিও করোনায় আক্রান্ত হলেন। প্রণব বাবুর ‘বয়স’ চিন্তার কারণ হয়ে উঠেছে রাজনৈতিক শিবিরে। স্বাভাবিকভাবে এই খবর প্রচারিত হওয়ার পর থেকেই অনেকে উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছেন। আদিতে কংগ্রেস রাজনীতির স্তম্ভ, কেন্দ্রীয় মন্ত্রী, দিল্লির রাজনীতির চাণক্য থেকে প্রণব মুখোপাধ্যায় একসময়ে রাষ্ট্রপতির আসনেও বসেন। প্রথম বাঙালি রাষ্ট্রপতি তিনি। একেবারে বাংলার ঘরের মানুষ প্রণব মুখোপাধ্যায়। তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবরে স্বাভাবিক কারণে উদ্বেগে রয়েছেন সকলেই।

Leave a Comment