ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফের গুলিতে ৫ জন নিহত
নিজস্ব প্রতিবেদন, আজ অর্থাৎ শনিবার ভোর বেলা ভারত-পাকিস্তান সীমানায় পাঁচজন অনুপ্রবেশকারীরা নিহত হল ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স দ্বারা। জানা গেছে এই ৫ জন নাকি পাঞ্জাবের তারান জেলার খেমকারান সীমানা দিয়ে লুকিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল। এবং এদের এই গতিবিধি নজরে আসে বিএসএফ জওয়ানদের।
সেখানকার এক কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশকারীদের ঢুকতে দেখেই তাদের থামার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তার পরিবর্তে তারা এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। আত্মরক্ষায় পালটা গুলি চালান বিএসএফ জওয়ানরা।সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, শনিবার ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। তবে অনুপ্রবেশকারীদের কোনো পরিচয় এখনও জানা যায়নি।এক আধিকারিক জানিয়েছেন সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশকারীদের ঢুকতে দেখেই তাদের থামানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু হঠাৎ করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। ফলে নিজেদের আত্মরক্ষার জন্য বিএসএফ জওয়ানরা ও গুলি চালান যাতে নিহত হয় ওই পাঁচ জন। যদিও অনুপ্রবেশকারীদের এখনো পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি এমনকি রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে কেউ অনুপ্রবেশ করেছে কিনা তা জানার জন্য এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।
শুধু আজ নয় জম্বু কাশ্মীর পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন চলতি বছরে এ পর্যন্ত ১২ জনেরও বেশি জঙ্গী কমান্ডারকে খতম করে সন্ত্রাসবাদীদের নেতৃত্বে পরিকাঠামো কে সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছে নিরাপত্তা ।বাহিনী গত বুধবারও জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার হন্দওয়াড়া এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে কমপক্ষে ২ লস্কর-ই-তৈবা জঙ্গি নিহত হয়েছে। তাদের মধ্যে একজন কাশ্মীর পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড লস্কর কম্যান্ডার ছিল।ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত সাড়ে ৭ মাসে এমন ২৬ ‘জঙ্গিকে’ এনকাউন্টারে মারা হয়েছে।