অগ্নিমূল্য বাজার, চিন্তার ভাঁজ মধ্যবিত্তদের কপালে
নিজস্ব প্রতিবেদন, ১৪ টাকা জোড়ায় বিকোচ্ছে ডিম।বন্যার ফলে কৃষিজমিতে জল জমে জলমগ্ন হয়ে রয়েছে, ফলে উৎপাদনের তুলনায় চাহিদা বেশি থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের৷ লকডাউনে সবজির দাম হাতের নাগালের মধ্যে থাকলেও লকডাউনের পর সেই দাম আকাশ ছোঁয়া। মধ্যবিত্তদের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আলু, পটল থেকে ঝিঙে, লঙ্কা- বাজারের সবজিতে হাত দিলেই ছ্যাঁকা খাচ্ছে আমজনতা। ব্যবসায়ীরা বলছেন, বাজারে এখন সবজির আমদানি কম রয়েছে। এজন্য দাম বেড়েছে। বাজারে সবজির দাম শুনে রীতিমতো চক্ষু চড়কগাছ মধ্যবিত্তদের। একইসঙ্গে চোখ রাঙাচ্ছে আলু। দামের নিরিখে শহরের সমস্ত বাজারে পেঁয়াজকে রীতিমতো টেক্কা দিয়েছে আলু। এরমধ্যে হঠাৎ সকলকে টপকে দিতে প্রস্তুত ডিম।
১৪ টাকা জোড়ায় বিকোচ্ছে ডিম।বাজারে এখন জ্যোতি আলু বিকোচ্ছে ৩৫ টাকায়, চন্দ্রমুখী বিকোচ্ছে ৪০ টাকার ওপরে। আর পেঁয়াজের দাম ঘোরাফেরা করছে ৬০ টাকায়। বন্যার ফলে কৃষিজমিতে জল জমে জলমগ্ন হয়ে রয়েছে, ফলে উৎপাদনের তুলনায় চাহিদা বেশি থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের৷
চাষের জমিতে জল জমে এক দিকে যেমন মার খেতে হচ্ছে কৃষক, তেমন সবজির চড়া দাম পৌঁছে গিয়েছে আম-বাঙালীর নাগালের বাইরে৷ পেয়ারা,আপেল,কলা,শসা,পেঁপের দাম চড়েছে প্রায় তিনগুণ। আলু, পটল, উচ্ছে, বেগুন, টমেটোর কেজি প্রতিতে দাম বেড়েছে প্রায় চার থেকে পাঁচ টাকা৷ ডিভিসি জল ছাড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পরে বলে আশঙ্কা করেছে খুচরো ব্যবসায়ীরা৷