করোনা আবহে নিত্যপ্রয়োজনীয় সবজির দামে আগুন
নিজস্ব প্রতিবেদন, অতিমারী করোনার জেরে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দেশের অর্থনৈতিক দিকে। করোনা আবহে বহু মানুষ চাকরি হারিয়েছেন। এরমধ্যে একের পর এক জিনিসের দাম বাড়ছে, বাজারে সবজির দামে আগুন। নিত্য প্রয়োজনীয় সবজি- আলু, পেঁয়াজ, টম্যাটোর দাম আকাশ ছোঁয়া। টম্যাটোর বাজারমূল্য শতক পেরিয়েছে বহু আগেই। এরূপ অবস্থায় মধ্যবিত্তদের মাথায় হাত। দেশের অন্যান্য বড় শহরের তুলনায় কিছু কম হলেও কলকাতা-সহ পশ্চিমবঙ্গের শহুরে বাজারে পাল্লা দিয়ে প্রতিদিন বাড়ছে আলু-পেঁয়াজের দর।
বর্তমানে ভারতের বড় শহরগুলির বাজারে আলুর দাম কেজিপ্রতি ২৫ থেকে ৬০ টাকার মধ্যে, যা কেন্দ্রীয় সরকারের হিসেবে ৪০ টাকার মধ্যে থাকা উচিত। অন্যদিকে পেঁয়াজও খোলা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮ থেকে ৬০ টাকার মধ্যে। প্রতিটি সবজির দাম তাদের সঠিক মূল্যের থেকে বহু উপরে রয়েছে। একই সঙ্গে ধীরে ধীরে মূল্যবৃদ্ধি হচ্ছে ফল, খাদ্যশস্য ও মশলারও। এরূপ প্রয়োজনীয় সব্জির দাম বাড়তে থাকলে এবার ঘরের প্রতিটি পাতে এই সব্জিগুলির দেখা মিলবে কিনা, তাই ভাবার বিষয়!
এরূপ অবস্থাতে কেন্দ্র রফতানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে কেন্দ্রীয় সরকার। এ নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে মহারাষ্ট্রে। কিন্তু সরকারের দাবি, চলতি বছরে পশ্চিম ও দক্ষিণ ভারতে অতিবৃষ্টির কারণে পেঁয়াজের ফলন আশানুরূপ হয়নি বলেই বাজারে জোগান কম হচ্ছে, যার ফলে প্রতিদিনই উর্ধ্বমুখী হচ্ছে দাম। একই কারণে বেড়ে চলেছে টম্যাটো ও আলুর দামও।