অবশেষে ভূমি পূজার শুভারম্ভ, পুজোয় অংশ নিলেন মোদিও
নিজস্ব প্রতিবেদন, ২৮ বছরে প্রথমবার প্রধানমন্ত্রী অযোধ্যায় গেলেন। অযোধ্যায় রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে পারিজাত গাছের চারা রোপণ করলেন তিনি।রামলালা মন্দিরে পুজো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাম জন্মভূমিতে ষাষ্ঠাঙ্গে প্রণাম করলেন। এরপর সামাজিক দূরত্ব বজায় রেখে পুজোয় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
১১.৩০ নাগাদ তিনি হেলিকপ্টারে করে পৌঁছেছেন বলে খবর। তাঁকে একটি সোনালী রঙের পাঞ্জাবী ও ধুতি পরে বিমান থেকে নামতে দেখা যায়। ১১-৪০ মিনিটে হনুমানগড়িতে পুজো দেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর ঠিক দুপুর বারোটায় রাম জন্মভূমি পরিসরে পৌঁছোন প্রধানমন্ত্রী মোদী।
করোনা আবহে সমস্ত রকম বাধা পেরিয়ে, দীর্ঘদিনের বিতর্ক, আইনি টানাপোড়েনের পর অবশেষে অযোধ্যায় শুরু হল রাম মন্দিরের ভূমিপুজো। গোটা দেশের ভক্তরা পুজোর অপেক্ষায় বসে ছিলেন। পুজোয় সামিল না দিতে পারলেও সকলেই বিশাল উৎসাহে রয়েছেন। উৎসবের আমেজে সেজে উঠেছে গোটা রামনগরী।ঝলমল করছে শহরের বিভিন্ন এলাকা। প্রতিটি বাড়িতেই নয়া রঙের ছোপ পড়েছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মন্দির শহর।