জ্বর করোনার প্রাথমিক উপসর্গ নয়, নতুন গবেষণায় দাবি করল এইমসের চিকিৎসকরা
নিজস্ব প্রতিবেদন, যত দিন যাচ্ছে করোনার নতুন নতুন উপসর্গ সামনে আসছে। এবার এইমসের চিকিৎসকদের দাবি, জ্বর করোনার প্রাথমিক উপসর্গ নয়। শরীরের তাপমাত্রা বাড়ছে মানেই যে শরীরে করোনা রয়েছে তা নয়। বহু মানুষের শরীরে তাপমাত্রা থাকলেও শরীরে করোনা ছিল না, আবার বহু করোনা আক্রান্তদের শরীরে তাপমাত্রা নেই কিন্তু রয়েছে করোনার অন্যান্য উপসর্গ, এমনই কিছু লক্ষণ সামনে এসেছে। এতদিন জ্বর থাকলেই করোনা টেস্ট করানো হচ্ছিল, আর তাই বহু করোনা আক্রান্তদের চিহ্নিত করাই যাচ্ছিল না, এরফলে বাড়ছিল করোনা সংক্রমণের আশঙ্কা।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি ১৪৪ জন করোনা রোগীর উপরে পরীক্ষা চালান এইমসের ডাক্তাররা। ২৩ মার্চ থেকে ১৫ এপ্রিল অবধি প্রতি রোগীর শারীরিক পরীক্ষা করে তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়। এইমসের ডিরেক্টর ডক্টর রণদীপ গুলেরিয়া সহ ২৯ জন ডাক্তার গবেষণা চালিয়ে এমনই রিপোর্ট সামনে এনেছেন।
করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এমন ১৭% রোগীর জ্বর ছিল। সেই সঙ্গে হালকা সর্দি-কাশি। ৪৪% রোগীর কোনও উপসর্গই ছিল না। বাকি রোগীদের মধ্যে কারোর কোমবির্ডিটি ছিল, আবার অনেকে ডায়াবেটিসের রোগী ছিলেন, তাছাড়া নানা রকমের উপসর্গ ছিল। ১৪৪ জন করোনা রোগীর মধ্যে ৪০ বছরের বেশি বয়সী পুরুষ ছিল প্রায় ৯৩%।ডাক্তাররা জানান, এরমধ্যে মাত্র ২৩ জনের মধ্যে কোমর্বিডিটি দেখা গিয়েছিল। বাকিদের বেশিরভাগই উপসর্গহীন। আবার এমন অনেক রোগীদের লক্ষ করে দেখা গিয়েছে, পেটের সমস্যা, ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছেন, এদিকে তাদের শরীরে করোনা ধরা পড়েছে, তাদের কারোর শ্বাসের কোনও সমস্যা নেই। যত দিন যাচ্ছে, ভাইরাস ছড়ানোর পদ্ধতি ও উপসর্গের মধ্যে অনেক বদল ধরা পড়ছে।