বৈশাখ মাসের প্রথম থেকে কালবৈশাখীর জেরে বিগত কয়েকদিন ধরে ঝড় – বৃষ্টির ফলে পশ্চিম মেদিনীপুর জেলার বহু জায়গায় ফসল সমেত চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসেবে প্রায় ৮০,৫৩৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে ৭০,৮৯৩ হেক্টর জমির বোরোধান ক্ষতিগ্রস্ত। এখনও অনেক জমিতে জল জমে রয়েছে যা এখনও রেকর্ড হয়নি।
প্রথমিক তথ্য অনুযায়ী জেলার প্রায় ৩,০৫০ টি মৌজার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা কৃষি দপ্তর সুএের খবর অনুযায়ী এ বছর পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় ২.০৩.৪২৭ হেক্টর জমিতে বোরোধান চাষ হয়েছিল। তার মধ্যেই ৭০,৮৯৩ হেক্টর কালবৈশাখী জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে।জেলা কৃষি আধিকারিক প্রভাত বসু বলেছেন কালবৈশাখীতে মাএাতিরিকত ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।
জেলার কিছু গ্রামীন চাষীরা এটাও বলেছেন যে “লকডাউন চলছে কোনো ফসল বিক্রি হচ্ছে না। তার ওপর কালবৈশাখী সব কেড়ে নিল।”এ-ই সময় সমস্ত ধরনের কাঁচা আনাজ, ফুল-ফল সহ ধান সবই ঝড়বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে।
জেলা প্রশাসন সুএের খবর ব্লক গুলিতে নির্দেশ পাঠানো হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ ক্ষতিয়ে দেখার জন্য এবং তার চুড়ান্ত হিসাব রাখার জন্য।