প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজ থেকে মিলতে চলেছে কিছু ছাড় তবে এই আংশিক শিথিলতা অবশ্যই প্রযোজ্য নয় হটস্পট ও ক্লাস্টার অঞ্চলে। জেলাশাসক দের মাধ্যমে পাঠানো বার্তায় রবিবার জানানো হয় স্পর্শকাতর অঞ্চল ছাড়া বাকি এলাকায় আংশিক ভাবে আর্থিক কর্মকান্ড শুরু করা যাবে।
সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে হটস্পট এলাকার মধ্যে কন্টেনমেন্ট এলাকা চিহ্নিত করে আপাতত কিছু এলাকা সিল করা হচ্ছে এবং সেখানে মানুষের গতিবিধির ওপর কড়া নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই হাওড়া, কলকাতা ও উত্তর 24 পরগনার কিছু এলাকা কন্টেনমেন্ট এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় সাধারণ মানুষের কাছে খাওয়ার পৌঁছানোর জন্য সরকার থেকে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজ্যের দাবি 100% প্ল্যান করেই এলাকা সিল করার দিকে তারা এগোচ্ছেন এবং জনগণকে এই বিষয়ে আস্বস্ত করা হয়েছে।
এদিকে দেশজুড়ে প্রতিদিন গড়ে হাজারখানেক সংক্রমণের মধ্যে আংশিক ছাড় চালু করার ব্যাপারে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তারপরই ঘোষণা করেন হটস্পট এলাকা ছাড়া অন্য অঞ্চলে অর্থনৈতিক কাজকর্ম কিছুটা শুরু করা দরকার এবং এর জন্য যদি শ্রমিক দের যাতায়াত করার দরকার হয় তবে তার ব্যবস্থা করতে হবে জেলা শাসককে।