প্রতিষেধকে চূড়ান্ত ছাড়পত্র নয় ইউরোপে

প্রতিষেধকের অন্তিম পর্যায়ের প্রয়োগ চলছে তবে এখনই তা বাজারে আনতে অনিচ্ছুক ইউরোপের দেশগুলি। তবে ভ্যাকসিনের দ্রুত অনুমোদনের জন্য কথা চলছে। ইউরোপিয়ান ইউনিয়নের কর্তারা জানিয়েছেন ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির ছাড়পত্র না পেলে ভ্যাকসিন বাজারে আনা যাবেনা।

এখনো আক্রান্তে ও মৃত্যুতে শীর্ষে আমেরিকা। এর মধ্যেই আবার বিতর্কে জড়ালো মার্কিন সেন্টার ফর ডিসিজ কন্ট্রোল (সিডিসি)। গত শুক্রবার একটি বিবৃতিতে তারা জানান ছোট কণার মাধ্যমে করোনার জীবাণু বায়ুবাহিত হয়ে ৬ ফুটেরও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, কিন্তু সোমবার এই নির্দেশিকা সরিয়ে দেয় তারা।

এদিকে ইউরোপে নতুন করে করোনা সংক্রমণ বাড়ায় চিন্তিত বিশ্ব স্বাস্থ সংস্থা। ইউরোপের দেশ গুলি নিজেদের পর্যটন স্থান সাধারণ জনগণের জন্য খুলে দিয়েছে, এবং সেখানে করোনা সংক্রান্ত কোন সতর্কীকরণই মানা হচ্ছে না। ব্রিটেনে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ার জন্য প্রশাসনকে দায়ী করা হয়েছে, কোনো বিধি নিষেধ ছাড়া সেখানকার পাব, রেস্তোরাঁগুলিতে উপচে পরা ভিড়। তবে বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এবার বেশকিছু কড়া পদক্ষেপ নিচ্ছেন, আগামী ছয় মাস রাত দশটার পর পাব ও রেস্তোরাঁগুলিতে কার্ফু ঘোষণা করা হয়েছে, নিয়ম ভঙ্গ করলে চড়া মাশুল গুনতে হবে। তবে বিশ্ব স্বাস্থ সংস্থার মতে এসপ্তাহে বিশ্বজুড়ে মৃত্যুর হার কমেছে ১৬%।

Leave a Comment