কাদম্বিনী গাঙ্গুলি হলেন বাঙলার প্রথম বাঙালী মহিলা ডাক্তার। তাঁর সম্পর্কে কম-বেশি জানতে আমাদের কারোরই বাক নেই। কারণ তাঁর জীবনী নিয়ে শুরু হয়েছে বাংলা টেলিভিশনের সবথেকে জনপ্রিয় দুটি চ্যানেলে সিরিয়াল। নামে খানিক প্রভেদ থাকলেও গল্প দুটি ডক্টর কাদম্বিনী -কে উপলক্ষ করেই। স্টার জলসার ধারাবাহিকটির নাম ‘প্রথমা কাদম্বিনী’। এটিতে মুখ্য অর্থাৎ কাদম্বিনী দেবীর চরিত্রে আমরা সোলাঙ্কি রয় -কে দেখতে পাই। ইতিমধ্যেই সেটি খুবই জনপ্রিয়তা লাভ করেছে। অন্যদিকে জি বাংলার মতো প্রখ্যাত চ্যানেলে ধারাবাহিকটির নাম ‘কাদম্বিনী’। এখানে মুখ্য ভূমিকায় রয়েছেন ‘বকুল কথা’ খ্যাত ঊষশী রায়। জি বাংলায় এটি শুরু হয় ৬ই জুলাই। তবে বর্তমানে এটিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ই অক্টোবর শেষ এপিসোড দেখানো হবে বলে স্থির করেন এই সিরিয়ালের কলাকুশলীরা। কিন্তু কেন? তারপর থেকে শুধু স্টার জলসা তেই দেখতে পাবেন ডক্টর কাদম্বিনীর জীবনী যা ১০০ এপিসোড শেষ করল। প্রথম থেকেই দুটি সিরিয়ালের রেটিং নিয়েও নানা বিতর্ক হয়েছে। জি বাংলার কাদম্বিনীর রেটিং অনেকটাই নীচে। কিন্তু কেন পেলো না রেটিং এই নিয়ে নানা মতভেদ দেখা দিচ্ছে টেলিমহলে। একপক্ষের থেকে এরকম মতামত শোনা যাচ্ছে যে ‘মোহর’, ‘কৃষ্ণকলি’, ‘শ্রীময়ী’-র মতো সাংসারিক কুটকাচালি বা একাধিক স্ত্রী, প্রেমিক-প্রেমিকা নিয়ে গল্প ছাড়া সিরিয়ালের টি আর পি বাড়া খুবই মুশকিল। তার ওপর ‘প্রথমা কাদম্বিনী’-র থেকে ‘কাদম্বিনী’-র চিত্রনাট্যেও কেমন যেন অমিল পাওয়া যাচ্ছে। ভাষাগত পার্থক্য লক্ষ্যনীয়। বস্তুত দুটো সিরিয়ালই টিআরপিতে সেরকম ভাল করতে পারেনি। জি বাংলার কাদম্বিনী এই সপ্তাহে টিআরপিতে ৪ এর ঘর পেরোয়নি। অন্যদিকে চলতি সপ্তাহে স্টার জলসার কাদম্বিনী একটু হলেও ভালো ফল করেছে (টিআরপি ৫.৩)।
কাদম্বিনীদেবীর পরিবারের তরফে এই সিরিয়ালটি নিয়ে ‘জি’ কর্তৃপক্ষকে চিঠিও দেওয়া হয়েছিল। তাঁদের দাবি কাদম্বিনী এবং তাঁর স্বামী দ্বারকানাথের জীবন সম্পর্কে সঠিক তথ্য দেওয়া হয়নি এই ধারাবাহিকে। তাই নানা মতভেদ, জল্পনা কাটিয়ে কি চলতে থাকবে এই ধারাবাহিক? কপালে ভাঁজ এখন কাদম্বিনী সিরিয়ালের পরিবার তথা ফ্যানেদের। পরিচালক যদিও মুখে কুলুপ এঁটেছেন। তিনি এখনো আশাবাদী।