শোপিয়ানে জঙ্গী ও সেনাদের মধ্যে সংঘর্ষ নিহত ৯ জঙ্গী

দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে দফায় দফায় সেনা ও জঙ্গী সংঘর্ষে গত ২৪ ঘন্টায় নিহত হোলো ৯ জন জঙ্গী।

গতকাল শোপিয়ানের রেবান অঞ্চলে বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক হিজবুল কমান্ডারসহ ৫ জন জঙ্গি নিহত হয়, ওই জেলার পিঞ্জরা এলাকায় এদিন সেনাবাহিনী অভিযানে নামলে তাদের লক্ষ করে গুলি ছোড়া হয়। চার ঘন্টার লড়াইয়ে সাকুল্যে ৪ জন জঙ্গী নিহত হয় যাদের মধ্যে ২ জন স্থানীয় হিজবুল কমান্ডার।

ভিক্টর ফোর্সের প্রধান মেজর জেনারেল এ কে সেনগুপ্তের দাবি ” এই জঙ্গিরা স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা থেকে ভিন রাজ্যের শ্রমিককে হত্যা ও পুলিশ কর্মীদের অপহরণ ইত্যাদি কাজে লিপ্ত ছিল”। কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং বলেন ” চলতি বছরে ৩৬ টি অভিযানে অষ্টআশি জন জঙ্গি নিহত হয়েছে, এবং জঙ্গী সংগঠনের ২৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে”।

সেনার ১৫ কোর কমান্ডার লেফটেনেন্ট জেনারেল বিএস রাজুর মতে ” জম্মু-কাশ্মীরের বাসিন্দারা বিশেষ মর্যাদা লোপের পর ইতিবাচক ভূমিকা নিয়েছিলেন, এবং তারা এই অভিযানে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছেন। গত ২৪ ঘন্টায় জনবহুল এলাকায় চালিয়ে যাওয়া এই অপারেশন গুলো সেনার পেশাদারি মনোভাবের পরিচয় দেয়”।

Leave a Comment