বর্ণ বৈষম্য আমেরিকাতে নতুন কিছুই নয়, যুগের পর যুগ ধরে পৃথিবীতে এই ধারা চলে আসছে। সাদারা হোলো উঁচু এবং তারা কালোদের বার বার হেয়ো করে এসেছে। পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে বর্ণ বৈষম্য নিয়ে বিভেদ হয়নি। তবে অধুনা বিশ্বে এদিকে দিয়ে নজির রেখেছে আমেরিকা। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এক সভায় একবার বলেছিলেন আমেরিকার অন্যতম শহর শিকাগোতে প্রতিদিন বর্ণ বৈষম্যের শিকার হন তারা যাদের গায়ের রং কালো।
সম্প্রতি হাঁটু দিয়ে গলা চেপে ধরে জর্জ ফ্লয়েড কে হত্যা করেছে পুলিশ, আর এই ঘটনার জেরে গোটা দেশে সৃষ্টি হয়েছে বিক্ষোভের। এক সপ্তাহের বেশি ধরে চলা এই বিক্ষোভে প্রতিদিনই আমেরিকান পুলিশ নজির রাখছে নতুন ধরনের কোনো এক অত্যাচারের। তবে এবার নিউইয়র্ক এর বাফেলো তে ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে অমানবিক আচরণ করতে দেখা গেল পুলিশকে, সিমেন্টের রাস্তার উপর বৃদ্ধকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়, বৃদ্ধের মাথা ফেটে বেরিয়ে আসে রক্ত।
ইতিমধ্যে কারফিউ চলছে আমেরিকায় তা সত্বেও বহু লোক রাস্তায় বের হচ্ছেন নৃশংস বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। বৃহস্পতিবার বিকেলে ও বাফেলো সিটি হলের সামনে বিক্ষোভ দেখান এক দল প্রতিবাদী মানুষ। পুলিশ গ্রেপ্তার করে পাঁচজনকে। বিক্ষোভ হটিয়ে পুলিশ যখন ফিরে যাচ্ছিল এটা সেই সময়ে ঘটে বলে জানা গেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যায় সিমেন্ট বাঁধানো রাস্তার উপর দিয়ে এগিয়ে আসছে পুলিশ, এবং এই সময়ে বৃদ্ধ তাদেরকে কিছু একটা বলার চেষ্টা করেন, কিন্তু বয়সকে তোয়াক্কা না করেই তেড়ে আসেন দুই পুলিশকর্মী, ধাক্কা মেরে ফেলে দেন বৃদ্ধকে, বাঁধানো রাস্তায় সহযোগিতার মাথা ঢুকে রক্ত বেরোতে থাকে। স্থানীয় আন্দোলনকারীরাই পুলিশকে এম্বুলেন্স ডাকার অনুরোধ করেন এবং সেই মত এম্বুলেন্সও আসে, তবে এই মুহূর্তে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন বাফেলোর মেয়র বায়রন ব্রাউন, তিনি গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং অভিযুক্ত দুই অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।