এলাহি আয়োজন, অযোধ্যায় ভূমি পুজোয় তৈরি এক লক্ষ ২৫ হাজার ‘রঘুপতি লাড্ডু’

এলাহি আয়োজন, অযোধ্যায় ভূমি পুজোয় তৈরি এক লক্ষ ২৫ হাজার ‘রঘুপতি লাড্ডু’

নিজস্ব প্রতিবেদন, আজ অর্থাৎ বুধবার র্যাম মন্দির ভূমি পূজা ও শিলান্যাস অনুষ্ঠান। করোনা আবহে সেই অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পারলেও সকল ভক্তদের উৎসাহের ঘাটতি নেই। ভূমি পূজার পরই শুরু হবে রাম মন্দির তৈরি র কাজ। জানা গিয়েছে, এই পবিত্র দিন উপলক্ষ্যে ১.‌২৫ লক্ষ ‘‌রঘুপতি লাড্ডু’‌ বিতরণ করা হবে। পাটনার মহাবীর মন্দির ট্রাস্টি এই লাড্ডু বিলি করবে বলে জানা গিয়েছে।পাশাপাশি বুধবার রামলালাকে কী পোশাক পরানো হবে, তা নিয়েও চলছে চর্চা। ভক্তদের দাবি বুধবার সাধারণত সবুজ রঙের পোশাক পরানো হবে রামলালাকে।

বিশেষ অনুষ্ঠানের কথা মাথায় রেখে রামলালাকে বিশেষ পোশাক নিয়ে আসা হয়েছে। সবুজের ওপর গেরুয়া রঙের কাজ করা পোশাক এবং কেশরীয়া অথবা ভাগবা রঙের পোশাক।এদিন সংবাদ সংস্থাকে মহাবীর মন্দির ট্রাস্টের আচার্য কিশোর কুনাল বলেন, ‘‌অযোধ্যায় ভূমি পুজো উপলক্ষ্যে ১,২৫,০০০ লাড্ডু বিলি করা হবে রঘুপতি লাড্ডুর না দিয়ে। এর মধ্যে রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের হাত ৫১ হাজার লাড্ডু তুলে দেওয়া হয়েছে।’‌

রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের হাতে এই লাড্ডুগুলির মধ্যে ৫১ হাজার লাড্ডু তুলে দেওয়া হয়েছে মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষ্যে।ভক্তরা বলেন, রামলালার খুবই পছন্দের খাবার হল লাড্ডু। আর সেই লাড্ডু তৈরি নিয়েই প্রায় মহাযজ্ঞ হচ্ছে অযোধ্যায়। তৈরি হচ্ছে এক লক্ষ ২৫ হাজার ‘রঘুপতি লাড্ডু’। সেই আয়োজনও বিশাল।শোনা গিয়েছে, অযোধ্যার বাজারে হাঁটতে হাঁটতেই চোখ পড়ে যাবে বাবুলাল টেলর্স-এর দোকানে। কর্ণধার ভগবত্‍ প্রসাদ শ্রীবাস্তব দাবি করলেন, তাঁরাই রামলালার পোশাক তৈরি করেছেন। যে পোশাক রামলালাকে পরানো হবে ভূমি পুজোর আগে। তিনি বলেন, রামলালা বিভিন্ন দিন বিভিন্ন পোশাক পরে।

খাঁটি গাওয়া ঘি দিয়ে তৈরি এই লাড্ডুর কেশর আনা হয়েছে কাশ্মীর থেকে। কেরল থেকে এলাচ এবং অস্ট্রেলিয়ার একটি কোম্পানি থেকে এসেছে লাড্ডুর বেসন।লাড্ডু বানানোর জন্য বিশেষ কারিগর আনা হয়েছে তিরুপতি থেকে। দিনরাত এক করে চলছে লাড্ডু বানানোর কাজ। উদ্যোক্তাদের দাবি, দেশের মধ্যে সবচেয়ে সুস্বাদু লাড্ডু এটিই, যা তৈরি করা হচ্ছে রামমন্দিরের ভূমিপুজোর জন্য।আচার্য কিশোর কুনাল বলেন, ‘‌বাকি লাড্ডুগুলি বিহারের সীতামারহিতে জানকি মাতার জন্মস্থানের মন্দির সহ আরও ২৫টি তীর্থক্ষেত্র, যেখানে বিশ্বাস করা হয় শ্রী রামের পদচিহ্ন পরে ছিল, সেখানে পাঠানো হবে। এছাড়াও বিহারের বিভিন্ন অংশে ভগবাম রাম ও হনুমান জির ভক্তদের মধ্যেও ৫ অগাস্ট এই লাড্ডু বিলি করা হবে। এই লাড্ডুগুলি গরুর শুদ্ধ ঘি দিয়ে তৈরি করা হয়েছে।’‌

Leave a Comment