শাওমি রেডমি ইয়ারবাডস এস – দামে ও ওজোনে হালকাঃ রিভিউ

সমালোচক নির্ধারণ – ৩.৫/৫

বৈশিষ্ট্যঃ

  • ওজনে হালকা
  • দ্রুত পেয়ারিং
  • অল রাউন্ডার সাউন্ড

শাওমির ওয়্যারলেস হেডফোনের বাজারে নতুন মুকুট রেডমি ইয়ারবাডস এস। ভারতে এটির দাম মাত্র ১৭৯৯ টাকা। এটি ওজোনে খুব ই হালকা এবং কানের মধ্যে খুব ভালো ভাবে আটকে থাকে। এটার অবিশাস্য হালকা ওজোন (৪.১ গ্রাম) যা একটি A4 পেপারের থেকেও কম সত্যিই অবাক করার মতো। ফোনের কানেক্ট হওয়ার এর গড় সময় হল ৩ থেকে ৪ সেকেন্ড। প্রতিটি ইয়ারবাড এ একটি করে বাটন আছে। প্রতিটি কে আলাদা আলাদা করে কানেক্ট করতে হবে। প্রথমে ডান ইয়ারবাডের বাটন টিকে ৪ সেকেন্ড টিপে রেখে ফোনের সাথে কানেক্ট করতে হবে, তারপরে একই ভাবে বাম ইয়ারবাড টিকে কানেক্ট করতে হবে। ইয়ারবাড দুটিকে আলাদা ভাবেও ব্যাবহার করা যেতে পারে। এটি সম্পূর্ণ ভাবে নয়েজ ফ্রি। Electronic, POP, Metal, Rock ইত্যাদি ধরনের মিউজিক এর সম্পূর্ণ মজা আপনি এতে পাবেন।

Xiaomi Redmi ইয়ারবাডস এস-এর প্রায় 60% স্মার্টফোনের ভলিউমে যথেষ্ট জোরে ছিল না । আমাদের 70% ছাড়িয়ে সাউন্ড বাড়িয়ে নিতে হয়েছে । পরের দিন আমরা অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক ও ইউটিউব মিউজিকে একই গানের চেষ্টা করেছি । আর এই শব্দের মধ্যে ভারসাম্য যতটা মানা হয়, ততটাই যথেষ্ট ভালো ছিল ।
সম্পূর্ণ চার্জের জন্য প্রায় দুই ঘন্টা সময় লাগে । যদি আপনি সবচেয়ে বেশি সময়ে দৈনিক প্রায় এক ঘন্টার জন্য গান শোনেন, প্রায় 10-15 গান বাজানোর পর, যা মোটামুটি এক ঘন্টার কাছাকাছি, ইয়ার বাডসের ব্যাটারির মাত্রা 80% থেকে ১০%-এর মধ্যে কমে যায় এবং এর পরে একটি গান বা দুটির মধ্যে মোট চার্জ শেষ হয় ।
ডিভাইসটির ব্লুটুথ রেঞ্জ প্রায় 9-10 মিটার সেস প্রাথমিক ভাবে জানা গিয়েছে, যন্ত্রটি অনেক সময় সেকেন্ডের মধ্যে স্মার্টফোন থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু অবশেষে তা সঠিকভাবে কানেক্ট হয় ।

Leave a Comment