এ বছর দুর্গাপূজার অনুমতি মেলেনি দিল্লিতে
নিজস্ব প্রতিবেদন, হাতে আর মাত্র কয়েকটা দিন। কিন্তু পুজোর গন্ধ যেন এখনও নাকে আসছে না। এ বছর করোনা আবহে বহু জায়গায় পুজো হচ্ছে না। তবে আবার কোথাও ছোটো হলেও শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল তৈরীর কাজ। এরমধ্যে দিল্লিতে এখনও দূগাপূজা করার অনুমতি মেলেনি। তাই শুরু হয়নি প্যান্ডেল প্রস্তুতির কাজও। এখনও তালা বন্ধ চিত্তরঞ্জন পার্কের গেট, যেখানে প্রতিবছর ধুমধাম করে পুজো হত।
প্যান্ডেলের চিহ্ন নেই কোথাও। পুজো উদ্যোক্তাদের অভিযোগ, তারা এ বছর করোনা আবহে যাবতীয় বিধি মেনেই দুর্গাপুজোর অনুমতির অপেক্ষা ছিলেন তাঁরা। কিন্তু এখনও কোনও অনুমতি মেলেনি। গাইডলাইন প্রকাশ করেনি কেজরীবাল সরকার।পাশপাশি এবছর বহু জায়গায় পুজো হচ্ছে না। তাই শিল্পীদের হাতে তেমন কাজ নেই। দিল্লি মিলন সমিতির চেয়ারম্যান রতন মুখোপাধ্যায় বলেন, “কোনও পুজো হচ্ছে না, যেখানে ১ দিনের ঘট পুজোর অনুমিতও পাইনি, তাই অন্য কোথাও হবে না, পঞ্চাশ লোক কীভাবে সামলানো কীভাবে, পার্কগুলিতে পুজো কীভাবে হবে”।
দিল্লির এক প্রতিমা শিল্পী গোবিন্দ নাগ জানালেন, “গতবছর ৫০টা প্রতিমা, ১৫ জন বাংলা থেকে কাড়িগড়, মাত্র ৬ প্রতিমার অর্ডার, ৪ফুট। বাড়ির পুজো। সিআর পার্কে পুজো হচ্ছে না। গুরগাঁর একটা অর্ডার রয়েছে।বাধ্য হয়ে দিল্লির অনেক পুজো কমিটিই অনলাইনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। তবে পুজো হবে সি আর পার্কের কালীবাড়িতে। কিন্তু সেখানে কোনও দর্শনার্থীর ঢোকার অনুমতি দেওয়া হবে না। উদ্যোক্তারা জানিয়েছেন, ক্যামেরা লাগিয়ে অনলাইনে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা থাকবে”।