আর কিছুদিনের মধ্যেই প্রেসিডেনশিয়াল ইলেকশন আমেরিকায়। কিছুদিন আগেই হয়ে গিয়েছে প্রেসিডেনশিয়াল ডিবেটের প্রথম পর্ব তার মধ্যেই বড়ো ধাক্কা খেলো ট্রাম্প শিবির। করোনা আক্রান্ত হলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
এদিন টুইট করে ট্রাম্প তার এবং তার স্ত্রী মেলানিয়ার করোনা আক্রান্তের খবর জানান। তিনি বলেন “কোয়ারেন্টীনের প্রস্তুতি নিচ্ছি, আশা করছি শীঘ্রই সুস্থ হয়ে ফিরে আসবো “।
বৃহস্পতিবার ট্রাম্পের সহকর্মী এবং একান্ত কাছের লোক হোপ হিক্স করোনা আক্রান্ত হন। নির্বাচনী প্রচার থেকে ফেরার পথে হিকসের করোনা উপসর্গ ধরা পড়ে। হিক্স, ট্রাম্পের ভোট প্রচারে সব সময় তার সাথে ছিলেন। বৃহস্পতিবার, ফক্স নিউস কে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন “হিক্স এর করোনা ধরা পড়েছে, ও আমার খুব ঘনিষ্ট, আমি আর মেলানিয়া করোনার টেস্ট করিয়েছি, রিপোর্ট আসার অপেক্ষায় আছি”। এরপর শুক্রবার পরীক্ষার রিপোর্ট আসলে দেখা যায় ট্রাম্প দম্পতি দুজনেই করোনা আক্রান্ত।
করোনার প্রকোপ আমেরিকায় দিনের পর দিন বেড়েই চলেছে। করোনা নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী নেতারা। তারমধ্যে বর্ণবৈষম্যের জেরে ট্রাম্পের প্রতিচ্ছবি প্রচুর পরিমানে নষ্ট হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডির দ্রুত আরোগ্য কামনা করে টুইট করে বলেন “আমার বিশেষ বন্ধু এবং ফার্স্ট লেডির দ্রুত আরোগ্য কামনা করি “।