হংকংয়ের একদল বৈজ্ঞানিকের দাবি অনুযায়ী তিনরকম অ্যান্টিভাইরাল ওষুধের একটি ককটেল করোনা চিকিৎসায় যথেষ্ট কার্যকরী হচ্ছে। তারা আরও দাবি করেছেন যে করোনার প্রাথমিকপর্যায়ে , ওষুধের এই ককটেলটি অব্যর্থ, তবে আশঙ্কাজনক অবস্থায় থাকা রোগীদের ক্ষেত্রে এই ককটেল একেবারে যে কাজ করবেনা সেটি মানতে নারাজ বৈজ্ঞানিকরা, তাদের দাবি এই নিয়ে আরো গবেষণার দরকার আছে। সম্প্রতি “ল্যানসেট” পত্রিকায় এই গবেষণাপত্রটি প্রকাশ পায়।
১০ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত এই গবেষণাটি চলে। হংকং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কোক ইয়ইং উইন বলেন “সদ্য আক্রান্ত রোগীদের ককটেলটি দেওয়া হয়েছিল, দেখা গিয়েছে শরীর থেকে করোনাভাইরাস দ্রুত নিশ্চিহ্ন হয়ে গেছে”।
মাল্টিপল স্কেলেরোসিস এর ওষুধ ” ইন্টারফ্যান বিটা ১বি ” এইচআইভির ওষুধ ” লোপিনাভির রিটোনাভির” এবং হেপাটাইটিসের “রিবাভিরিন” এই তিনটি ওষুধকে মিশিয়ে বানানো হয়েছে ককটেলটি। বিজ্ঞানীদের মতে শুধু আক্রান্তদের চিকিৎসায় কাজ দেবে তাই নয় এই ককটেলটি স্বাস্থ্যকর্মীদেরও সাহায্য করবে।
এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষেধকের সন্ধানে যেমন গবেষণা চলছে ঠিক তেমনি আবার কোন কোন দেশে প্রতিষেধক পরীক্ষামূলক পর্যায়ে চলে গেছে। হংকংয়ের এই গবেষণায় অংশ নিয়েছিল স্থানীয় ছটি হাসপাতালের ১২৭ জন রোগী এবং এদের প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক। এর মধ্যে ৮৬ জনকে দু সপ্তাহ ধরে এই ককটেলটি দেওয়া হয়েছিল আর বাকিদের শুধু এইচআইভির ওষুধ দেওয়া হয়, পরীক্ষা শেষে দেখা যায় যাদের ককটেলটি দেওয়া হয়েছে তারা গড়ে সাতদিনে সুস্থ হয়ে উঠেছেন।